মালদহ: চীনা নাগরিক হানের ল্যাপটপের পাসওয়ার্ড খোলার জন্য, হায়দরাবাদে পাঠানো হচ্ছে। এ ছাড়া হানকে উত্তরপ্রদেশের লক্ষ্নৌতেও নিয়ে যাবে এটিএস। জানালেন মালদহ জেলা আদালতের সহকারী সরকারী আইনজীবী দেবজ্যোতি পাল। তদন্তে, এসটিএফের হাতে, হান সংক্রান্ত বেশ কিছু সন্দেহজনক তথ্য উঠে এসেছে বলে জানান তিনি। ল্যাপটপের পাসওয়ার্ড জানা সম্ভব হলে হানের প্রকৃত সত্য সামনে আসবে। দেবজ্যোতি পাল বলেন, ‘হানের ল্যাপটপেই সমস্ত তথ্য লুকিয়ে রয়েছে।’ চীনা ভাষা ছাড়াও দু’তিন রকম প্যার্টান দিয়ে ল্যাপটপটি লক করা আছে। সেই জন্যই তথ্য উন্মোচন করতে ল্যাপটপ হায়দরাবাদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার হানের আইনজীবী আদালতের কাছে, হানের ল্যাপটপ এবং মোবাইল ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। তবে হানের আইনজীবীর আবেদন খারিজ করে দেন বিচারক। হানের জামিনের আবেদনও নাকচ করে দেন তিনি। হানকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে মালদহ জেলা আদালত।
আরও পড়ুন : ধৃত চীনা নাগরিকের কাছে মিলল চাঞ্চল্যকর তথ্য
ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী চীনা নাগরিক হান জুনবেইকে (৩৬) শুক্রবার মালদহ জেলা আদালতে হাজির করা হয়। গত ১২ জুন কালিয়াচকের মিলিক সুলতানপুর বিওপির কাছে হানকে আটক করে বিএসএফ। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় চীনা পাসপোর্ট, বাংলাদেশের ভিসা, দু’টি আইফোন, ল্যাপটপ, তিনটি দেশের সিম কার্ড, ভারতীয় টাকা, বাংলাদেশের টাকা এবং মার্কিন ডলার। বিএসএফ ধৃতকে কালিয়াচক পুলিশের হাতে তুলে দেয়। এরপর রাজ্য এসটিএফের হাতে যায় তদন্ত ভার। হানের মোবাইলের পাসওয়ার্ড খুলতে পারলেও, ল্যাপটপের পাসওয়ার্ড খোলা সম্ভব হয়নি। এই কারণেই ল্যাপটপটি হায়দরাবাদে পাঠানো হচ্ছে।