অ্যাওয়ার্ড নয়,বক্সঅফিস সাফল্যই তার কাছে সবচেয়ে বড় পুরস্কার।ভক্তরাই তার সবচেয়ে আপনজন,তাদের জন্যই ছবি করেন তিনি,রেখেঢেকে নয়,সবসময় খোলাখুলি একথা স্বীকার করেন সলমন খান।অথচ ভক্তের ভগবান সেই সল্লু ভাইজানই নাকি ভক্তদের উপর বেজায় চটে রয়েছেন।শুক্রবারই মুক্তি পেয়েছে সলমন খান-আয়ুশ শর্মা অভিনীত নতুন ছবি অন্তিম দ্য ফাইনাল ট্রুথ।২০১৯এ ‘দাবাং ৩’ সেইভাবে প্রভাব ফেলতে পারেনি বক্সঅফিসে।চলতি বছরের ওটিটি রিলিজ ‘রাধে’-ও চুড়ান্ত ব্যর্থ।দীর্ঘদিন পর তাই প্রিয় অভিনেতাকে স্বমহিমায় দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি ভক্তরা। বড়পর্দায় সলমনের ছবির মুক্তি মানেই রোজগারের বাড়তি প্রত্যাশায় বুক বাঁধেন হলমালিকরা।অবশ্য দুশ্চিন্তায় যে খানিক বুক দুরুদুরু করে সেটাও বটে।কারণ সলমনের ছবি দেখতে যেমন অগণিত ভক্তের আগমনে যেমন লক্ষ্মীলাভ হয়,ঠিক তেমনই দিনের শেষে দেখা যায় ভক্তদের অতি উল্লাসে ক্ষয়ক্ষতির অঙ্কটাও কিন্তু মোটেও কম নয়।
ফিরে আসি সলমন আর তার ভক্তদের কথায়।কি এমন হল যে ভক্তদের উপর এমন চটলেন ভাইজান।শনিবার কোনও একটি সিনেমা হলে চলছিল ‘অন্তিম’-এর প্রদর্শন। রূপোলি পর্দায় ‘পুলিশ অফিসার রাজভীর সিং’ ওরফে সলমন খানের এন্ট্রির সঙ্গে সঙ্গেই অডিটোরিয়ামের মধ্যেই বাজি ফাটাতে শুরু করেন তাঁরা।কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও গিয়ে পৌছয় ভাইজানের কাছে।ভিডিওটি নিজের সোশ্যাল সাইটে শেয়ার করে সলমন খান ফ্যানদের অনুরোধ করেন, যাতে পরবর্তী কালে এইধরণের ঘটনা তারা আর না ঘটান।হলমালিকদের প্রতিও অভিনেতার অনুরোধ,দর্শক যাতে বাজি নিয়ে হলে না ঢুকতে পারেন এই বিষয়টিতেও কড়া নজরদারি করা হোক।
View this post on Instagram
রবিবার ভক্তদের কাছে আরও বড় আঘাত পেলেন ভাইজান।‘অন্তিম’-এর পোস্টারে সলমনকে দুধে স্নান করালো ভক্তকূল।।ভাইরাল হল সেই ভিডিও।সলমন যে গরীব মানুষের প্রতি সমব্যথী বারবার তা প্রমাণ করে দিয়েছেন।করোনাকালে বহুমানুষের জন্য রেশন সরবারহ থেকে নানা সময়ে চুপিসাড়েই অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি।বাড়িয়ে দেন সাহায্যের হাত।ভক্তদের এই পাগলামি যে মোটেও সমর্থন করেন না,সাফ জানিয়ে দিলেন সলমন খান।ইনস্টায় অভিনেতা লিখলেন,’’কত মানুষের কপালে দুধ জোটে না,আর তোমরা এইভাবে দুধ নষ্ট করছ’’।ভক্তদের প্রতি সলমনের সনির্বন্ধ অনুরোধ,’’দুধ যদি দিতেই হয়,তবে গরীব বাচ্চাদের দাও, যাদের বাস্তবিক সেটা প্রয়োজন’’।ভক্তদের এই দুই কীর্তিতে সলমন যে বেশ রেগে আছেন সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram