গতবছর দারুণ সারা ফেলেছিল রিয়েলিটি ওয়েব সিরিজ দ্য ফ্যাব্যুলাস লাইফ অফ বলিউড ওয়াইভস্।সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল নীলম কোঠারি,মাহি কাপুর, ভাবনা পান্ডে ও সীমা খান,বলিপাড়ার চার তারকা পত্নীকে।পাশপাশি ক্যামিও রোলে দেখা মিলেছে শাহরুখ খান,গৌরি খান,করণ জোহর,মালাইকা অরোরা,অর্জুন কাপুর,জ্যাকলিন ফার্নান্ডেজের মতো একঝাঁক তারকার।অন্যধারার এই রিয়েলিটি ওয়েব সিরিজ বেশ পছন্দ করেছিলেন দর্শক।সিরিজের যে নতুন সিজন আসবে গত সিজনেই মিলেছিল তার আভাস।বাস্তবিকই যে আসতে চলেছে দ্য ফ্যাব্যুলাস লাইফ অফ বলিউড ওয়াইভস্ সিজন ২,টিজার শেয়ার করে এমনটা জানিয়ে দিল ওটিটি প্ল্যাটফর্ম।সেই টিজার নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ারও করেছেন করণ জোহর।
View this post on Instagram
সদ্যই শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় সিজনের শ্যুটিং।নতুন সিজনেও দেখা যাবে পুরনো চার স্টার ওয়াইভসকেই। এছাড়াও ক্যামিও রোলে হাজির থাকবেন বলিউডের আরও অনেকেই।