অনিয়মিত জীবনযাপন ও পরিবেশ দূষণের অত্যাচারে যে ভাব প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখিন হচ্ছে আমাদের ত্বক, সেখানে ঋতু পরিবর্তনের সময় বিশেষ যত্ন না নিলে বলা বাহুল্য ত্বকের সমস্যা আরও বাড়তে পারে। তাই এখন যখন শীত দরজায় কড়া নাড়ছে তখন শীতের শুষ্ক ঠান্ডা হাওয়া থেকে ত্বকের রক্ষা করতে আগাম তৈরি থাকাই ভাল। প্রয়োজন ত্বকের ধরন বুঝে ত্বকের পরিচর্যায় কিছু জরুরী বদল আনার। যেমন-
যাদের নর্মাল স্কিন এই সময় তাদের লোশন(lotion) বা জেল ময়শ্চারাইজারের(gel moisturiser) বদলে ক্রিম বেস্ড ময়শ্চারাইজার(cream based moisturiser) ব্যবহার করা উচিত। দিনে নিয়মিত এক থেকে দু’বার ভেজা গায়ে এই ময়শ্চারাইজার অবশ্যই লাগান।