বসিরহাট: শিক্ষক-শিক্ষিকাদের আচরণের প্রতিবাদ জানিয়ে পড়ুয়া-অভিভাবকদের বিক্ষোভের সাক্ষী থেকেছে অনেক স্কুল (Protest in School)৷ এবার উল্টো ছবি ধরা পড়ল বসিরহাটের এক প্রাইমারি স্কুলে (Primary School)৷ প্রধান শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে শনিবার সকালে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাল শতাধিক খুদে পড়ুয়া৷ সন্তানদের পাশে দাঁড়িয়েছেন বাবা-মায়েরাও৷ শিক্ষক মধুসূদন সানাকে অকারণ বদলির প্রতিবাদে স্কুল গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা৷ ক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন, এই বদলি তাঁরা মানছেন না এবং মানবেনও না৷ জেদ ধরে পড়ুয়ারাও বলে, ‘স্যারকে ফিরিয়ে আনা না হলে মিড ডে মিল (Mid Day Meal) খাব না৷’
আরও পড়ুন: Accident Jharkhand: ঝাড়খণ্ডে পিকআপ ভ্যান উল্টে মৃত্যু বাংলার ৪ শ্রমিকের
এদিকে পড়ুয়া ও অভিভাবকদের জোড়া বিক্ষোভের জেরে স্কুলের ভেতর আটকে পড়েন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ-সহ অন্যান্য শিক্ষকরা৷ শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বসিরহাট মহকুমার দক্ষিণ ফিফা এফপি প্রাইমারি স্কুলে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ৷ অভিভাবকদের বুঝিয়ে গেটের তালা খুলে শিক্ষক-শিক্ষিকাদের উদ্ধার করেন৷ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমেদ বিষয়টিকে মানবিকভাবেই দেখছেন৷ তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রীরা দাবি জানাতেই পারে৷ আমরাও চাই প্রধান শিক্ষক ফিরে আসুন৷ উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে আমরা জানাব৷’
প্রধান শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে স্কুলে কচিকাঁচাদের বিক্ষোভ৷ শনিবার৷ নিজস্ব চিত্র৷
আরও পড়ুন: মালদহে বন্দুক চালানো ‘প্র্যাকটিস’ করছেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই
অপরদিকে অভিভাবকদের বক্তব্য, ‘অকারণ স্কুলের আগের প্রধান শিক্ষক মধুসূদন সানাকে বদলি করা হয়েছে৷ তিনি এখন বাদুড়িয়ার আরবেলিয়া বালিকা বিদ্যালয়ের দায়িত্বে আছেন৷ আমরা চাই উনাকে এই স্কুলে আবার ফিরিয়ে আনা হোক৷’ বাবা-মায়ের পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে পড়ুয়ারা জানায়, স্যার না ফিরলে আমরা মিড ডে মিল খাব না৷