মেদিনীপুর: পুর নির্বাচনের (Municipal Election) প্রস্তুতি নিয়ে পশ্চিম মেদিনীপুরে (Medinipur) বৈঠক করতে এসে প্রথম দিনেই হোঁচট খেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে বৈঠকে ঢুকেও ফাঁকা চেয়ার দেখে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকের তাল কাটল প্রথম দিনেই।
পশ্চিম মেদিনীপুরে পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। ইতিমধ্যেই তৃণমূল প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাল্টা বিজেপির পক্ষ থেকে শনিবার পুর নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মী বৈঠক ছিল। সেই বৈঠক করতে এসে প্রথম দিনেই হোঁচট খেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে বৈঠকের ঢুকেও ফাঁকা চেয়ার দেখে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ।
শনিবার মেদিনীপুরের পুর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে এই কর্মী বৈঠকের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত কর্মসূচি আগে থেকেই করা ছিল। বৈঠক সকাল ১০টার সময় থাকলেও ১১টার সময় উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সহ জেলা সভাপতি সৌমেন তেওয়ারি ও অন্যান্যরা বসে থাকলেও, হলের ভিতরে থাকা শতাধিক চেয়ার সবই ছিল প্রায় ফাঁকা। পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন দিলীপ ঘোষ। উপস্থিত নেতৃত্বদের উপর রেগে গিয়ে বলেন, এটা বিয়ে বাড়ি নয়, সবাইকে চেয়ারে এসে বসতে বলুন।
আরও পড়ুন : মালদহে বন্দুক চালানো ‘প্র্যাকটিস’ করছেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও ঘিরে হইচই
প্রায় এক প্রকার অস্বস্তি কাটাতে দ্রুত স্থানীয় নেতারা বাইরে থাকা সকলকে ডেকে এনে বসানোর চেষ্টা করেন। তা হলেও মিটিং চলাকালীন বেশিরভাগ চেয়ার সেই ফাঁকাই রইল।