পরিচালক অনীশ বাজমির ‘নো এন্ট্রি’ ছবিতে সলমন খান,অনিল কাপুর এবং ফারদিন খানের সেই জমজমাট কমেডি ভুলে গেছেন এমন সিনেপ্রেমী বোধহয় আজও বিরল। ২০০৫ সালের এই দুর্দান্ত কমেডি ফিল্মের সিক্যুয়েল নিয়ে বারবার জল্পনা শোনা গেলেও পাকাপাকি খবর মেলেনি আজও।‘নো এন্ট্রি’-র সিক্যুয়েল নিয়ে ফের মিলল নতুন আপডেট।শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করে ফেলেছেন পরিচালক অনীশ বাজমি।আর ছবির কাহিনি-চিত্রনাট্যেই নাকি রয়েছে ট্রিপল ট্যুইস্ট।‘নো এন্ট্রি’ ২ তে ডবল রোলে নয়,ট্রিপল রোলে দেখা যাবে সলমন, অনিল এবং ফারদিন কে,এবং তাঁদের বিপরীতে নাকি ছবিতে থাকবেন নয়জন নায়িকা।
তবে ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলের প্রযোজনার দায়িত্বে নাকি থাকছেন না বনি কাপুর।তার বদললে ছবির প্রযোজনা করতে পারেন ভূষণ কুমার।তবে যেহুতু বনি কাপুর প্রথম ছবিটির প্রযোজক ছিলেন,তাই ‘নো এন্ট্রি ২’এর লভ্যাংশের বেশ খানিকটা টাকা নেবেন তিনি।