দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘ট্রিপল আর’। ছবি নিয়ে অবশ্য শুধু দক্ষিণে নয়, বলিউড ইন্ডাস্ট্রিতেও দারুণ কৌতূহল। ট্রেলারের পর এবার সামনে এল ছবির নতুন গান ‘জননী’।
‘জননী’ ট্রিপল আর-এর থিম সং। গানের টুকরো টুকরো দৃশ্যে দেখা মিলেছে অজয় দেবগন, আলিয়া ভাট, রামচরণ, জুনিয়র এনটিআর সহ প্রায় সকলকেই। দেশের মাটির গন্ধ লেগে রয়েছে ‘জননী’-র প্রতিটি সুরে।
গান গেয়েছেন এম এম করিম আর সহশিল্পীরা। ছবি মুক্তির আগে ‘জননী’ শুনে দেখুন, আপনাদের মনও যে কোন সুদূরে হারিয়ে যাবে বুঝতেই পারবেন না!
রইল ‘জননী’ –