অন্য এক মহিলা সংগীতশিল্পীর আবেগঘন পোস্ট দেখে নিজেকে আর সামলাতে পারলেন না সদ্য মা হওয়া শ্রেয়া ঘোষাল। ছোটবেলায় বাবা পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নিয়েছিলেন কৌশিকী চক্রবর্তী। এবার তাঁর একমাত্র ছেলে ঋষিথ মায়ের দেখানো পথ অনুসরণ করেই এই প্রথমবার একই মঞ্চে মায়ের পাশে গান গাইলেন। সোশ্যাল মিডিয়ায় কি লিখেছেন অবশেষে সেই অপেক্ষার দিন এলো। মনে হচ্ছে জীবনের কাছ থেকে সবকিছু পেয়ে গেলাম। জীবনের একটা বৃত্ত জানো সম্পূর্ণ হলো। মা ছেলের যুগলবন্দির কিছু ছবি শেয়ার করেছেন কৌশিকী। আমার সন্তান আমার পাশে স্টেজে বসে গান গাইছে, হাসছে। আর আমি কাঁদছি। এ পৃথিবি কথা শোনে। নেটিজেনরা মন খুলে প্রশংসা করেছেন। বলেছেন, ‘যোগ্য উত্তরসূরি’। যা দেখে আর এক প্রতিভাময়ী বাঙালি গায়িকা শ্রেয়া নিজেকে আর আটকে রাখতে পারেন নি। তিনি লিখেছেন,’আমি তোমার আবেগ ভীষণভাবে অনুভব করতে পারছি।’ ছোট্ট ঋষিথকে বুক ভরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ করেছেন ভারতের জনপ্রিয় এই গায়িকা। গায়িকা কৌশিকী জীবনে যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন,তিনি কৃতজ্ঞ বিশ্বের কাছেও এত সুন্দর পরিবার পাওয়ার জন্য।