সুরের জাদুকর অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান কন্যা খাতিজা রহমানের লাইভ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। খাতিজার গান এবং তার কণ্ঠের প্রশংসায় নেটিজেনরা পঞ্চমুখ। সম্প্রতি দুবাইতে ২৪ বছর বয়সী খাতিজা এই গান পরিবেশন করেন ১৬ বছর বয়সী পিয়ানো বাদক লিডিয়ান নাধাশ্বরম এর সঙ্গে। দুবাই এক্সপো ইভেন্টে খাতিজা তাঁর ডেবিউ সিঙ্গেল ফরিস্তোঁ পারফর্ম করেন। গানটির সুর করেছিলেন খাদিজার বাবা এ আর রহমান। কন্যার ভিডিওটি তার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন এই সঙ্গীত মায়েস্ত্রো। রহমান কন্যার গানের ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে তার কন্ঠ শুনে শ্রোতারা পাগল হয়ে যান। অনেকেই খাদিজার কণ্ঠস্বরকে স্বর্গীয় বলে বর্ণনা করেছেন। রহমানের কম্পোজিশনের প্রশংসাও করেছেন অনেকে। খাতিজার সুন্দর কন্ঠের স্বর শ্রোতাদের মনে এমন জাদু ছড়িয়েছে যে তারা বারবার গানটি শুনছেন। সকল এই গানটির আরো প্রচার চাই বলে দাবি করেছেন। রাহমান কন্যার একটি গান তাকে রাতারাতি স্টার বানিয়ে দিয়েছে।