সিনেমার মতোই নাটকীয় হতে পারে সিনেমা তৈরীর গল্প। সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন ঘটনা আকছার শোনা যায় সিনেমার গল্প বেমালুম কেউ কপি করে দিয়েছে। এমনই একটি ঘটনা সামনে এলো যখন পরিচালক লেখক স্বরূপ কুমার মন্ডল নিজের গল্প অন্য কারোর সিনেমার চিত্রনাট্য হিসেবে দেখলো বলে অভিযোগ। বিষয়টা একটু খোলসা করে বললে এই রকম, স্বরূপ কুমার মন্ডল ও দীপঙ্কর ঘোষ একসঙ্গে একটি চিত্রনাট্য তৈরি করে সেই মত ছবি করার পরিকল্পনাও করে ফেলেন নাম দেন ‘বিবাহ অভিযান ‘।
অতিমারির কারণে পিছিয়ে যায় পরিকল্পনা, ইতি মধ্যেই কয়েকজন বন্ধুদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করেন, ,পরবর্তি সময়ে এই বিষয় নিয়ে যখন কাজ শুরু করার পরিকল্পনা করেন, হঠাৎ করেই চোখে পড়ে একটি বাংলা দৈনিকের খবর, হবুহু একটি চিত্রনাট্য নিয়ে ছবি তৈরি শুনেছে, নাম ‘@ভগবান ভূত’। এর পরই পরিচালক স্বরূপ কুমার কোর্টের দ্বারস্থ হন। এর পরই কোন কারনে শ্যুটিং কিছুটা পিছিয়ে দেন দেখাচ্ছে চন্দ।প্রসঙ্গত ‘আমসূত্র’ ছবি খ্যাত পরিচালক স্বরূপ এই একই গল্প নিয়ে শুরু করছেন ছবি নাম বদলে রেখেছেন ‘বিয়ের ভূত’। পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন।