সুন্দর, ঘন চুল অনেকের কাছেই যেন স্বপ্নের মতো। পরিবেশ দূষণ হোক, কিংবা কোনও শারীরিক সমস্যা, কোথাও আবার সঠিক যত্নের অভাবে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া। এই সব কারণে ঘন ও সুন্দর চুলের স্বপ্ন অনেকের কাছেই অধরা। আর এর সঙ্গে অনেকটা গোদের ওপর বিষফোঁড়ার মতো এসে জুটেছে চুলের যত্ন নিয়ে একাধিক ভ্রান্ত ধারণা। যার সত্যতা পুরোপুরি যাচাই না করেই সেগুলো মানার ফলে অনেক সময় আরও বেড়ে যায় চুলের সমস্যা।
মাথায় তেল দিলে চুল পড়া বন্ধ হবে
সত্যি বলতে চুল পড়ার বিষয়টা যথেষ্ট বেশ জটিল।ব্যক্তি বিশেষে চুল পড়ার আলাদা কারণ রয়েছে। কোথাও পুষ্টির অভাবে চুল পড়ছে, কোথাও আবার হরমোনাল ইমব্যালেন্স, স্ট্রেস কোথাও আবার কোনও অসুখের কারণে পড়ে যাচ্ছে চুল। তাই শুধুমাত্র মাথায় তেল লাগালেই যে সব সমস্যার সমাধান হবে, তা কিন্তু নয়। যদিও শরীরের ক্লান্তি দূর করতে হালকা একটা মালিশ আপনাকে চাঙ্গা করে তুলতে পারে৷ তবে তার মানে এটা নয় যে, প্রত্যেকদিন তেলের মালিশ বা জোর করে তেল মাসাজ করলেই চুল পড়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে। উল্টে সমস্যা আরও বাড়বে।
মাথায় তেল মাখলে চুল লম্বা হবে
তেল কন্ডিশনারের কাজ করে এবং চুল মসৃণ করে তোলে। তবে মাথায় তেল মাখলেই যে চুল লম্বা হবে তার কোনও মানে নেই। চুলের দৈর্ঘ্য, চুলের টেক্সচার ও চুলের স্বাস্থ্য অনেকটাই জিনগত।মাথায় শ্যাম্পু করার কয়েক ঘন্টা আগে চুলে তেল লাগিয় নিলে চুল শুষ্ক দেখায় না। রাতে তেল মেখে শুলেই যে বাড়তি কোনও লাভ হবে সেরকমটাও নয়।
চুল ছোট করে কাটলে চুল পড়া কমে যাবে
এটা একেবারে ভিত্তিহীন। চুল বড় হয় চুলের গোড়া থেকে। তাই ডগা থেকে চুল কাটলে তাতে কিছুই এসে যায় না। চুলের এই গোড়া থাকে মাথার চামড়ার নীচে। চুল লম্বা থাকলে ঝরে পরলে সেটা একসঙ্গে গুটিয়ে নিলে মনে হয় অনেক বেশি চুল পড়ছে। এদিকে ছোট করে চুল কাটা থাকলে চুল পড়ছে অধিকাংশ সময় সেটা চোখে পড়ে না।
মাথায় শ্যাম্পু করলে চুল পড়ে যায়
শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার রাখে। প্রয়োজনে সপ্তাহে ৩ বার শ্যাম্পু করা যেতে পারে। এতে মাথায় তেল, ময়লা জমে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হবে না। মাথার চুল একটি চক্র মেনে ঝরে পড়ে আবার চক্র মেনে গজিয়ে ওঠে। তাই শ্যাম্পু করার সময় যে চুল ঝরে সেটা ঝরে পড়ার সময় হওয়ার কারণেই ঝরে পড়ে।
এসএলএস যুক্ত শ্যাম্পু চুল পড়া কমায়
এসএলএস বা সোডিয়াম লরেল সালফেট হল এক ধরনের সার্ফ্যাক্টটেন্ট যা শ্যাম্পু করার সময় মাথায় ফেনা করে। যদি মাথার ত্বক অত্যন্ত শুষ্ক বা সংবেদনশীল তা হলে এসএলএস মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।তবে এসএলএস যুক্ত শ্যাম্পু মোটেও ক্ষতিকর নয়। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক তাদের এই ধরনের শ্যাম্পু ব্যবহার করা উচিত এতে মাথার ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়। এই ধরনের ত্বকের এসএলএস মুক্ত শ্যাম্পু ব্যবহার করলেই বরং মাথা ভাল করে পরিষ্কার হবে না।