বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আগামী মাসে তাদের বিয়ের খবর ইতিমধ্যেই সংবাদের শিরোনামে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ডিসেম্বরে বিয়ের আগেই শুটিং থেকে দু-তিন দিনের ছুটি নিয়েছেন ক্যাটরিনা। সবকিছু ঠিকঠাক থাকলে নাকি আগামী সপ্তাহেই কোর্ট ম্যারেজ করবেন এই জুটি। তারপর ডিসেম্বরেই জয়পুরে এক বিখ্যাত ঐতিহ্যশালী ফোর্টে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারবেন এই বলিউড যুগল। যদিও এই হাইপ্রোফাইল বলিউড স্টার যুগলের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা এখনো করা হয়নি। আগেই শোনা গিয়েছিল আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে রাজস্থানের সাওয়াই মাধপুর এ অবস্থিত সিক্স সেন্সেস ফোর্টবারওয়ারা রিসর্টে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা। ইতিমধ্যেই দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন শুরু করে দিয়েছেন আত্মীয়-স্বজনরা। বিয়েতে রসেল পড়বেন ক্যাটরিনা যেটি তৈরি করছেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি।