জনপ্রিয় এক ওয়েব প্ল্যাটফর্মের কমেডি ছবিতে অভিনয় করার কথা ছিল সোনাক্ষি সিনহার। তাঁর বিপরীতে থাকার কথা ছিল তাহির রাজ ভাসিনের। ছবির নাম ছিল ‘বুলবুল তরঙ্গ’। শেষমেশ বন্ধ হল ‘বুলবুল তরঙ্গ’-এর কাজ। প্রোজেক্ট থেকে হাত গুটিয়ে নিল ওয়েব প্ল্যাটফর্মটিও।
চলতি বছরের মার্চ মাস নাগাদ ‘বুলবুল তরঙ্গ’-এর স্ট্রিমিং-এর স্বত্ত্ব কিনেছিল জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মটি। এপ্রিল মাস নাগাদ ফ্লোরে যাওয়ার কথা ছিল ‘বুলবুল তরঙ্গ’-এর। যদিও শেষ পর্যন্ত দিনের আলো দেখেনি প্রোজেক্টটি। বরং ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সোনাক্ষি সিনহা। ওয়াকিবহাল মনে করছে সোনাক্ষি নিজেকে প্রোজেক্ট থেকে সরিয়ে নেওয়াতেই হাত গুটিয়ে নিল ওয়েব প্ল্যাটফর্মটি।
‘বুলবুল তরঙ্গ’ থেকে সরে যাওয়ার পর ওয়েব প্ল্যাটফর্মের এক মুখপাত্র জানাচ্ছেন, ছবির কাস্টিং ভাল ছিল। এমন একটা কাস্টিং-এর সঙ্গে কাজ করা যে কোনও ওয়েব প্ল্যাটফর্মের গর্বের ব্যাপার। এই যাত্রায় কাজ করা না হলেও পরবর্তী সময়ে সোনাক্ষি এবং তাহিরের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে ওয়েব প্ল্যাটফর্মটির।
‘টয়লেট এক প্রেম কথা’র পরিচালক শ্রী নারায়ণ সিং ছিলেন ‘বুলবুল তরঙ্গ’-এর পরিচালক। আপাতত ছবি প্ল্যান চৌপট হয়ে যাওয়ায় তিনি অন্য ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।ওয়েব প্ল্যাটফর্মেরই অন্য একটি কাজের জন্য নিজেকে তৈরি করছেন শ্রী নারায়ণ সিং। ‘বুলবুল তরঙ্গ’ আসলে হাসির ছলে সামাজিক কিছু বিধি- নিষেধের ইতি ঘটানোর গল্প ছিল। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে ছিলেন সোনাক্ষি সিনহা। তাঁর প্রেমিকের ভূমিকায় দেখা যেত তাহির রাজ ভাসিনকে।