বলিউড সুপারস্টার সালমান খানের আগামী ছবি ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’ ছবিতে অভিনয় করেছেন ভগ্নিপতি আয়ুষ শর্মা। আগামী দু’দিনের মধ্যেই এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির প্রচারের কাজ চলছে জোড় কদমে। ইতিমধ্যে গত মাসে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আয়শকে। পুনে শহরের ব্যস্ততম জায়গায় এ ছবির শুটিং হয়েছে। একটি দৃশ্যে সলমন খানকে ঘুসি মারার চিত্রগ্রহণ করা হয়েছে। এই দৃশ্য ধারণের আগে থেকেই আয়ুস নাকি পালানোর পথ ভেবে রেখেছিলেন। এর আগে ছবিটির ফার্স্ট লুক টিজার মুক্তি পেয়েছিল। যেখানে দেখা গিয়েছিল তেড়ে আসা আয়ুষ শর্মা আক্রমণ এক হাতে প্রতিহত করছেন শিখ পুলিশ অফিসার চরিত্রের সালমান খান।আয়ুষ শর্মাকে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন সলমন এবং দুই অভিনেতাকেই খালি গায়ে দেখা গিয়েছিল। এই ছবিটির জন্য সলমন,আয়ুস দুজনেই কঠোর শারীরিক কসরত করেছেন। এটি একটি মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ছবি অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মহেশ মাঞ্জরেকর। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের প্রয়োজনে প্রায় ৩৩ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছিল নবাগত অভিনেতা তথা সলমন ভগ্নিপতি আয়ুষ শর্মাকে।