করোনার প্রভাবে আটকে ছিল বেশকিছু বাংলা ছবি। তার মধ্যে চর্চিত ছবি ছিল ‘টনিক ‘। অবশেষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির ট্রেলার স্যোশাল মিডিয়ায় মুক্তি পেয়েছে।
পরিচালক অভিজিত সেনের ডেবিউ ছবি টনিক। ইচ্ছে ডানার ওপর ভর করে ছবির ট্রেলারে পাহাড়ি রাস্তা, ঝরণা, নদী আর এক বৃদ্ধের গল্প উঠে এসেছে। এই বৃদ্ধের চরিত্রে দেখা যাবে প্রখ্যাত বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়। এই বৃদ্ধর জীবনে রসদ যোগাতে সঙ্গী হয়েছে এক ট্যুর প্ল্যানার টনিক।
ছবিতে এক ট্রাভেল এজেন্সির কর্মী হিসাবে পাওয়া যাবে ‘টনিক’ দেবকে। তাঁর কাকার ভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তিন প্রধান চরিত্রের সম্পর্কের সমীকরণ নিয়েই এগোবে এই ছবির গল্প। ট্রাভেল এজেন্ট টনিক ঘুরতে নিয়ে যান বয়স্ক দুই মানুষকে। এরপরই তাঁরা জীবনের রসদ খুঁজে পান। মূলত ইচ্ছেপূরণের গল্প বলবে টনিক। বড়দিনের ছুটিতে টনিক কি পারবে বক্স অফিসকে চাঙ্গা করতে নজর থাকবে নেটিজেনদের।