দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই বড়পর্দায় মুক্তি পাচ্ছে জন আব্রাহাম অভিনীত ছবি ‘সত্যমেব জয়তে ২’।অবশ্য তাতে মোটেও স্বস্তিতে থাকবেন না জন, কারণ, তার পরের দিনই বক্সঅফিসে তোলপাড় ফেলতে আসছে সলমন খান-আয়ুশ শর্মার ‘অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ’।বক্সঅফিসের দখল নিতে দুটি ছবিই যে একে অপরকে পাল্লা দেবে তা বলাই বাহুল্য।তবে বিষয়টা এইভাবে মোটেও দেখছেন না ‘সত্যমেব জয়তে ২’ এর পরিচালক মিলাপ জাভেরি।তিনি জানিয়েছেন,দীর্ঘদিন ধরেই বড়পর্দায় মুক্তি পায়নি কোন বিগ বাজেট ছবি।অবশেষে বড়পর্দায় হই হই করে ছবি দেখার সুযোগ পেয়েছেন দর্শক।ওটিটির রমরমার যুগেও যে বড়পর্দার জনপ্রিয়তা অক্ষুন্ন রয়েছে তা প্রমাণ হয়ে গিয়েছে ‘সূর্যবংশী’র সাফল্যেই।‘সত্যমেব জয়তে ২’ এবং ‘অন্তিম’ দুটি ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।দুটি ছবিই ভালো ফল করবে বক্সঅফিসে।
একসঙ্গে জন এবং সলমনের ছবি মুক্তি পেলেও দুজনের মধ্যে কোনও বিরোধ নেই, এমনটাই জানালেন মিলাপ।তিনি সাফ জানাচ্ছেন,’সত্যমেব জয়তে ২’ এর প্রোমো শেয়ার করেছিলেন ভাইজান।এমনকি ‘অন্তিম’-এর প্রমোশনে গিয়ে মুক্তকন্ঠে তিনি বলেছেন ‘অন্তিম’-এর পাশাপাশি ‘সত্যমেব জয়তে ২’ও দেখুন।
ট্যুইটে ‘অন্তিম’-এর ট্রেলার শেয়ার করে সলমন ও আয়ুশকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন জন আব্রাহামও।অতএব দুই ছবির মধ্যে কোন লড়াই নেই।অবশ্য একদিন আগে মুক্তি পাওয়ার জন্য ‘সত্যমেব জয়তে ২’ একটু হলেও এগিয়ে থাকবে এমনটাই বলছেন ছবির পরিচালক।