কলকাতা টিভি ওয়েবডেস্ক: বিয়ের মরশুম চলছে৷ প্রায় এক মাস ধরে চলবে৷ প্রতিদিনই নতুন নতুন বিয়ের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হচ্ছে৷ কোনটাই দশটা লাইক,কমেন্টস তো, কোনওটাই পনেরোটা৷ সে সবকে ছাড়িয়ে মঙ্গলবার এক বিয়ে বাড়ির ছবি ভাইরাল(Viral Video)৷ বুধবার সকাল পর্যন্ত দু’লক্ষের বেশি ভিউ৷ প্রায় চার হাজার শেয়ার, লাইক আর তিনশোর মতো কমেন্টস৷ কেন? ভাইরাল হওয়া বিয়ের কনে স্রোতের উল্টো দিকে হেঁটে শ্বশ্বর বাড়ির দিকে রওনা দিয়েছেন৷ তাঁর কথা ও রিঅ্যাকশন নেটসমাজের মন কেড়েছে৷ তাই, অনেকেই কনেকে বাহবা দিয়েছেন৷
দেখুন ভাইরাল ভিডিও-https://m.facebook.com/story.php?story_fbid=1272355143177981&id=100012105229186&sfnsn=wiwspwa
হিন্দু মতে বিয়েতে অনেক নিয়ম-রীতি রয়েছে৷ অধিবাস, গায়ে হলুদ, বরবরণ, শুভদৃষ্টি, খই পোড়ানো, মালাবদল, সাতপাকে ঘোরা, সিঁদুর দান, ইত্যাদি ইত্যাদি৷ সে সবের মধ্যে আকর্ষণীয় ও নির্মম নিয়ম ‘কনকাঞ্জলি’৷ কারণ, শ্বশুরবাড়ি যাওয়ার আগে মায়ের দিকে পিছন ফিরে চাল ছুঁড়তে হয় মেয়েকে৷ বলতে হয়, তোমাদের ঋণ শোধ করলাম৷ কিন্তু, সত্যিই কি বাবা-মা’য়ের ঋণ শোধ করা যায়?
তবে, ভাইরাল হওয়া বিয়ে বাড়ির ভিডিও দেখা যাচ্ছে, ‘ হাসি হাসি মুখে কনে মায়ের দিকে পিছন ফিরে করে চাল ছুঁড়ে দিয়ে বলছেন এতদিন তোমাদের ঋণ শোধ করে দিতে পারলাম না৷…যে চাল দিয়ে গেলাম ফ্রায়েড রাইস করে রেখো, অষ্টমঙ্গলায় এসে খাব!’ যা শুনে বিয়ে বাড়িতে উপস্থিত সকলে হেসে উঠলেন৷
আরও পড়ুন-মদ্যপ অবস্থায় পুনের ব্যস্ত রাস্তার মাঝে যোগাসন
সব থেকে বড় বিষয় হল, কনে বিদায়ের আগে সাধারণ বিয়ে বাড়িতে কেমন যেন, মন মরা ভাব থাকে৷ ভাইরাল ভিডিও-তে তেমনটি লক্ষ্য করা যায়নি? বরং, কনে নিজে হেসে রেওয়াজ পালনের পাশাপাশি সকলকে হাসিয়ে চলেছেন৷ তিনি বিদাও বেলায়ও কোনও প্রকার কান্নাকাটি করেননি৷ হাসি মুখে,ফ্লাইয়িং কিস দিয়ে বিদায় নিলেন তিনি৷ সেই ভিডিও বিয়ের মরশুমে সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় বস্তু৷