প্রথম ছবির ডাবিং শুরু করলেন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী ইমন চক্রবর্তী।পরিচালক অরুণাভ খাসনবিশের চারটি ছোট গল্প নিয়ে তৈরি ‘ নীতিশাস্ত্র ‘ আসতে চলেছে সিনেমার পর্দায়। এই ছবিতেই গায়িকা ইমন চক্রবর্তীকে প্রথম বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে। সোমবার থেকে শুরু হয়ে গেল ডাবিং, ইমন চক্রবর্তী তারই কিছু মুহূর্ত তুলে ধরলেন স্যোশালমিডিয়ায়। অসংখ্য গানের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে ইমন চক্রবর্তী।
‘ নীতিশাস্ত্র ‘ ছবি দিয়ে বড় পর্দায় অভিনয়ের প্রথম খাতা খুলছেন তিনি। যদিও তাঁকে এর আগে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল। পাশাপাশি করেছেন শর্ট ফিল্ম। কিন্তু এর আগে বড় পর্দায় কোনদিনও তাঁকে দেখা যায়নি।
‘ নীতিশাস্ত্র ‘ ছবির চারটি গল্পের মধ্যে রয়েছে ‘ মোক্ষ ‘ নামক একটি গল্পে অভিনয় করতে দেখা যাবে ইমন চক্রবর্তীকে। এছাড়াও রয়েছে বিদীপ্তা চক্রবর্তী। এই ‘ নীতিশাস্ত্র ‘তেই অভিনয় করবেন মিথিলা। তিনি থাকবেন একজন চিকিৎসকের ভূমিকায়। ইমন চক্রবর্তী এখনো তাঁর চরিত্র প্রসঙ্গে কিছু বলতে চাননি, তবে গায়িকা হিসেবে যেমন জনপ্রিয়তা পেয়েছেন তেমনই মন জয় করতে পারবেন অভিনয় দিয়ে। নেটিজেনদের নজর থাকবে।