কোভিডের প্রভাব এখনও রয়েছে সিনে ইন্ডাস্ট্রিতে। ধীর গতিতে সব কিছু স্বাভাবিক হলেও এখনও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালক হরনাথ চক্রবর্তী তিনটি ছবি আটকে রয়েছে। তবে আশার খবর পরিচালকের একটি ছবি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে, এমনই খবর টলিউডের অন্দরের।
ছবির নাম ‘তারকার মৃত্যু’। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিক, ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্রকে। নাম শুনেই আন্দাজ করা যায় এটি একটি থ্রিলার ধর্মী ছবি । এই ছবিতে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে, আবার একজন চিত্রনাট্যকারের চরিত্রে রয়েছেন ঋত্বিক, অন্যদিকে পার্নো একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন।
কিছুদিন আগেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তাঁর স্যোশাল মিডিয়ায় এই সিনেমার একটি ছবি শেয়ার করে জানিয়ে ছিলেন ছবি মুক্তির অপেক্ষায় তিনি ।রঞ্জিত মল্লিক ও ঋত্বিক চক্রবর্তীকে একই সিনেমায় দেখার অপেক্ষায় দর্শকরা। টলিপাড়ায় খবর আগামী ফেব্রুয়ারির শেষেই মুক্তি পাবে এই ছবি।