মুর্শিদাবাদ: মিহিদানা খেয়ে অসুস্থ শতাধিক। অসুস্থদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। সোমবার সন্ধ্যা্র এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে। আহতদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থদের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গ্রামে মিহিদানা ফেরি করতে আসে এক ব্যক্তি। তার কাছে থেকে মিহিদানা খায় প্রায় ২০০ জন। আর মিহিদানা খাওয়ার পর থেকেই বমি, পায়খানা ও শারীরিক একাধিক সমস্যা শুরু হয় এলাকার শতাধিক মানুষের। যাদের মধ্যে বেশির ভাগ শিশু। রয়েছেন অনেক গর্ভবতী মহিলাও। অসুস্থরা আমলাই, ভালুপাড়া, জোড়গাছি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন – ৫০০ বস্তা রেশনের গম সহ গ্রেফতার ২
ইতিমধ্যেই অসুস্থদের ভরতপুর ও কান্দি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ভরতপুরের পুলিশ ও ব্লক প্রশাসন পৌঁছে অসুস্থদের চিকিৎসার ব্যাবস্থা করছেন। অনেকের চিকিৎসা চলছে গ্রামেই। এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানয়েছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে কাজে হাত লাগিয়েছেন জনপ্রতিনিধিরাও।