ময়না বিধানসভার ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগ্রাম দলুই ইলেকশন পিটিশন করেছিলেন কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই পিটিশন গ্রহণ করল হাইকোর্ট।
আরও পড়ুন: নারদ মামলা: মমতার আবেদনকে মান্যতা সুপ্রিম কোর্টের
পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা থেকে জয়ী বিজেপি প্রার্থী ক্রিকেটার অশোক দিন্দা, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সব পক্ষকে মামলার নোটিস ধরাতে নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তৃণমূল প্রার্থীর আইনজীবী শমীককান্তি চক্রবর্তীর দাবি, অশোক দিন্দার মনোনয়ন সঠিক নয়। তাঁর আরও দাবি, নির্বাচনের ফলাফলও সঠিক নয়। আদালত বিষয়টি বিচার করে রায়দান করুক। ২ সপ্তাহ বাদে এই মামলার পরবর্তী শুনানি হবে।
আরও পড়ুন: ‘গদ্দার’ সুনীল মণ্ডলকে দলে ফেরানোর বিরোধিতায় পোস্টার
শুক্রবার হাইকোর্টে শুভেন্দুর ত্রিপল মামলারও শুনানি ছিল। অ্যাডভোকেট জেনারেল কোর্টের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়েছেন। বিচারপতি মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পাবলিক প্রসিকিউটর শাশ্বতগোপাল মুখোপাধ্যায় বলেন, তদন্ত চলছে। হিমাংশু মান্না ফেরার আছেন। সোমবার শুনানি করুন। এরপরই বিচারপতি কৌশিক চন্দ জানান, সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।