শরীরের ক্ষতি করে পান মশালা। সেই কারণেই বাজার চলতি এক পান মশালার বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিগ- বি অমিতাভ বচ্চন। গত নভেম্বর মাসেই তাঁর করা পান মশালার বিজ্ঞাপন যেন আর সম্প্রচারিত না হয়, সেই মোতাবেক কোম্পানিটিকে চিঠি পাঠিয়েছিলেন মিস্টার বচ্চন। তবে তাঁর চিঠিতে মোটেই পাত্তা দেয়নি পান মশালা কোম্পানি। এখনও বহাল তবিয়তে চলেছে বিজ্ঞাপন। সংশ্লিষ্ট কোম্পানিটিকে এবার আইনি নোটিশ পাঠালেন বিগ বি।
বাজার চলতি পান মশালা কোম্পানি সম্পর্কে অমিতাভের যুক্তি ছিল বিজ্ঞাপনটি যে সারোগেট বিজ্ঞাপনের আওতায় পড়ে তা তাঁর জানা ছিল না। তা জানার পরই বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন অমিতাভ। রীতিমতো চিঠি দিয়ে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান তিনি, ফিরিয়ে দেন প্রোমোশনের টাকাও। যদিও পান মশালা কোম্পানি কিন্তু এখনও সম্প্রচারিত করছে অমিতাভের বিজ্ঞাপন।
সংস্থাটিকে আইনি নোটিশ পাঠানো ছাড়া আর কোনও উপায় ছিল না মিস্টার বচ্চনেরও। বিগ বি লিগাল নোটিশ পাওয়ার পর বাজার চলতি পান মশালা কোম্পানিটি এখন ঠিক কী পদক্ষেপ নেয় তাই দেখার।