ক্যানিং: দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে জখম ক্যানিংয়ের তৃণমূল নেতার মৃত্যু হল। শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা চেষ্টা করে তাঁকে বাঁচাতে পারেননি। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত রক্তক্ষণের জেরেই তৃণমূল নেতা মহরম শেখের মৃত্যু হয়েছে।
কে বা কারা গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে৷ যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং সিপিএম। গুলি চালানোর ঘটনায় একজনকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: আগরতলায় তৃণমূলের উপর ‘হামলা’, কলকাতা ফিরলেন ফিরহাদ হাকিম-রা
শনিবার রাত ৮টা নাগাদ বাড়িতে ঢোকার সময় ৪-৫ জনের একটি দুষ্কৃতী দল মহরম শেখকে লক্ষ করে গুলি ছোড়ে৷ মহরমের হাতে ও কানের পাশে গুলি লাগে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই প্রাথমিক চিকিৎসা হয়৷ অবস্থার অবনতি হওয়ায় এসএসকেমে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে খবর, মহরম শেখ এলাকার জনপ্রিয় নেতা৷ এর আগেও তাঁর উপর হামলা হয়েছে৷ তখন তৃণমূলের তরফে স্থানীয় থানার পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছিল৷ কিন্তু, পুলিস কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ৷ মৃত তৃণমূল নেতার পরিবারের তরফে এলাকার সিসিটিভি ফুটেজ সহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।