একটা সময় ছিল যখন সঞ্জয় লীলা বনশালির পহেলা পসন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মবত’- সঞ্জয় লীলার ছবি মানেই দীপিকা- রণবীর সিং-এর রসায়ন। তবে সে দিন গিয়াছে- এখন সঞ্জয় লীলা বনশালির হট ফেভরিট একজনই – তিনি আলিয়া ভাট।
সদ্যই সঞ্জয়ের ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র শ্যুটিং শেষ করেছেন আলিয়া। শোনা যাচ্ছে পরের ছবি ‘বৈজু বাওরা’-তেও আলিয়াকেই নিতে চান পরিচালক। এখনও ‘বৈজু বাওরা’-র নায়িকা কে হবেন তা নিয়ে কিছুই ফাইনাল করেননি সঞ্জয় লীলা। ছবির চিত্রনাট্য পড়ে ফেলেছেন আলিয়া। চিত্রনাট্য এতটাই পছন্দ হয়েছে তাঁর যে বিনা পারিশ্রমিকে ছবিতে কাজ করতে রাজিও হয়ে গেছেন তিনি!
এদিকে গাঙ্গুবাই-তে কাজ করবেন বলে আশায় বুক বেঁধেছিলেন দীপিকা। কাজ হাতছাড়া হয়েছে তাঁর। ইদানিং কালে তাঁর হট ফেভরিট আলিয়াকেই ছবিতে নিয়েছিলেন সঞ্জয়লীলা। এবার ‘বৈজু বাওরা’-র ক্ষেত্রেও আলিয়ার দিকেই ঝুঁকে আছেন সঞ্জয় লীলা!
অভিনয়ের প্রতি দীপিকার ভালবাসা- ডেডিকেশন সবটাই পছন্দ করেন সঞ্জয় লীলা। দীপিকা তাঁর অন্যতম পছন্দের অভিনেত্রীও বটে। তবে আলিয়াকেই আপাতত পছন্দের তালিকার ওপর দিকে রাখছেন সঞ্জয় লীলা। আর তাই ‘বৈজু বাওরা’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দীপও! রণবীরকে রীতিমতো শাসিয়ে রেখেছেন তিনি! হয় তিনি আর রণবীর দুজনই সঞ্জয় লীলার ছবিতে অভিনয় করবেন না হলে কেউই সঞ্জয়ের ছবিতে কাজ করবেন না। হোম মিনিস্টারের তর্জন গর্জনে থমকে গেছেন বীরও!