২০২২ এ মুক্তি পেতে চলা বলিউডের ধামাকাদার ছবিগুলোর মধ্যে ‘পাঠান’ নিঃসন্দেহে অন্যতম। ২০১৮-এ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের শেষ ছবি ‘জিরো’। ‘জিরো’-র পর শাহরুখ যে ছবির শ্যুটিং শুরু করেছিলেন তা ‘পাঠান’-ই। কাজেই শাহরুখের কেরিয়ারে ‘পাঠান’ অন্যতম টার্নিং পয়েন্ট হতে চলেছে। ছবির প্রযোজক আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস্।
‘পাঠান’ ছাড়াও যশরাজ- এর ঝুলিতে রয়েছে একাধিক হাই ভোল্টেজ ছবি। যদিও কোনও ছবি সম্পর্কেই বিশেষ কিছু জানাচ্ছে না আদিত্য চোপড়ার সংস্থা! যশরাজের ৫০তম বর্ষপূর্তিতে তাদের আগামী ছবিগুলির ঘোষণায় বড়সড় চমক রাখতে চায় যশরাজ ফিল্মস্। আর তাই এখনও পর্যন্ত আপকামিং সব রিলিজকেই এক রকম লুকিয়েই রেখেছে আদিত্য চোপড়ার সংস্থা!
যদিও ‘পাঠান’-এর টপ সিক্রেট কিন্তু আর লুকিয়ে রাখা গেল না! মুখ খুললেন জন আব্রাহাম। আজ্ঞে হ্যাঁ! ‘পাঠান’-এ কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জন। জনের ইউএসপি অর্থাৎ বেয়ার বডি-তেই দেখা যাবে তাঁকে। এই খবরও শেয়ার করলেন জন। ‘পাঠান’ ছাড়াও আপকামিং ‘এক ভিলেন রিটার্নস’ এবং ‘অ্যাটাক’-এ ও বেয়ার চেস্টই দেখা মিলবে জনের।
‘পাঠান’- এ জন, শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, দেখা মিলবে সলমন খানেরও।কাকতালীয় হলেও, শাহরুখের ‘পাঠান’ ছাড়াও ভাইজানের ‘টাইগার ৩’-এ ও দেখা যাবে জনকে।