জনপ্রিয় বলিউড অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সামনের মাসে। আর তারপরেই নাকি তিনি নিজের নাম পরিবর্তন করে ফেলবেন। এখনো পর্যন্ত পাত্র-পাত্রী মুখে কুলুপ এঁটে রেখেছেন। আর তা নিয়েই বালিপাড়ায় গুঞ্জন এখন তুঙ্গে। সূত্রের খবর বলিউড যুগল নাকি একমাত্র বিয়ের দিনেই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনবেন।এই মুহূর্তে হবু বউ সলমন খানের সঙ্গে ব্যস্ত রয়েছেন ‘টাইগার ৩’ ছবির শুটিং নিয়ে। শোনা যাচ্ছে এই ছবির নায়িকা বিয়ের পরে নিজের নাম পরিবর্তন করে রাখতে চান ‘ক্যাটরিনা কাইফ কৌশল’। বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে আগামী মাসে ক্যাটরিনা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। এখন প্রশ্ন উঠেছে যে ‘টাইগার ৩’ ছবির প্রচার শুরুর আগে ক্যাটরিনা কি বিয়ের পিঁড়িতে বসছেন! তাহলে ট্রেইলার থেকে ছবি মুক্তি সব জায়গাতেই ক্যাটরিনার পরিবর্তিত নাম লিখতে হবে। জানা যাচ্ছে রাজস্থানের সাওয়াই মাধপুরে সিক্স সেন্সেস ফোর্থ বারবারা রিসোর্ট ভিকি ক্যাটরিনার আনুষ্ঠানিক বিয়ে হতে চলেছে। তা নিয়ে দুপক্ষের তোড়জোড় চলছে জোড় কদমে। ইতিমধ্যেই খবরে প্রকাশ বলিউড হিরোইন বিয়েতে পড়বেন ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি ‘র’ সিল্কের পোশাক। ইতিমধ্যেই জুহুতে একটি বহুতল ভবনে নতুন বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন ভিকি কৌশল। অ্যাপার্টমেন্টের আটতলা জুড়ে রয়েছে ভিকিরি নতুন ফ্ল্যাট। সম্ভবত বিয়ের পর ক্যাটরিনাকে নিয়ে এখানেই সংসার পারবেন ভিকি। ভিকি ক্যাটরিনার পাশাপাশি বলিউডের আর এক প্রেমিক-প্রেমিকা যুগলের বিয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই যুগল ভিকি-ক্যাটরিনার বিয়েতেও উপস্থিত থাকতে পারেন। এখনো পর্যন্ত তারাও তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে কোথাও মুখ খোলেননি। নেটিজেনরা এখনো পর্যন্ত গুঞ্জনের উপর বিশ্বাস করেই সিদ্ধার্থ-কিয়ারাকে আগামী বিয়ের আসরে বসাতে চাইছেন।