বলিপাড়ার বিউটি উইথ ব্রেনের উদাহরণ খুঁজলেই সামনে আসে সুস্মিতা সেনের নাম। শুক্রবারই ৪৬-এ পা দিলেন বং বিউটি সুস্মিতা। জীবন যাপন থেকে শুরু করে মতামত প্রকাশ বা অভিনয়ের ক্ষেত্রে বাছবিচার- সুস্মিতা মানেই জরা হটকে। ৪৬তম জন্মদিনেও সোশ্যাল সাইটে আরও একবার সামনে এলেন অন্যরকম সুস্মিতা।
বঙ্গ সুন্দরীর কাজকর্ম- অভিনয় নিয়ে অনেকেই কৌতূহলী। জন্মদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই কৌতূহলই মেটালেন সুশ্। জানালেন তাঁর বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘আরিয়া ২’-এর কাজ শেষ হয়েছে। গত বারের মতো এবারও জমিয়ে শ্যুটিং সেরেছেন তিনি।
View this post on Instagram
তবে নভেম্বরের ১৬ তারিখ সুস্মিতার অস্ত্রপচার হয়েছে। যদিও এখন সুস্থই আছেন অভিনেত্রী। তাড়াতাড়িই শারীরিক অবস্থার উন্নতি করছেন তিনি। আর এই অপারেশনের দৌলতেই এখন যেন নতুন জীবন শুরু করতে চলেছেন সুশ্। তাঁর এবারের জন্মদিন তাঁর কাছে নতুন কিছুর শুরুয়াত। সোশ্যাল মিডিয়া পোস্টে সুস্মিতা লিখেছেন, ভক্তদের কাছে আরও নানা লুকে ফিরে আসবেন তিনি, কারণ বেঁচে থাকাটাই সুস্মিতার কাছে সবথেকে বড় পাওনা।