গান লেখা-সুর করা থেকে অভিনয়, পরিচালনা সবকিছুই দক্ষতার সঙ্গে করেছেন অঞ্জন দত্ত।তাঁর প্রতিটি দর্শকদের পছন্দ হয়েছে। অঞ্জন দত্তের গান যেমন সকলের মুখে মুখে ঘোরে, তিনি তাঁর সিনেমা নাটক দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
এবার এক নতুন অবতারে অবতীর্ণ হলেন অঞ্জন দত্ত। এবার তিনি লেখক। কিছুদিন আগেই সুব্রত শর্মাকে নিয়ে একটি ওয়েব প্ল্যাটফর্মে গোয়েন্দা সিরিজ় ‘ড্যানি ডিটেকটিভ আই এন সি’ পরিচালনা করেছেন তিনি। দর্শক মহলে সেটি সমাদৃতও হয়েছে।
এই সিরিজের গল্প নিজেই লিখেছেন অঞ্জন দত্ত। তিনি জানালেন, লিখতে তিনি বরাবরই ভালোবাসতেন, বহু গানের কথা লিখেছেন। তবে এইবার তাঁর মনে হয়েছে একটা রহস্য উপন্যাস তিনি লিখতেই পারেন। প্রথমে সিরিজের জন্য গল্পটা লিখেছিলেন, তবে পরবর্তি সময়ে তিনি গোটা একটা উপন্যাস লিখে ফেলেছেন।
রহস্য গল্প নিয়ে তাঁর একটা অগ্রহ তাঁর বরাবরই ছিল, একজন গোয়েন্দার চরিত্রে অভিনয়ের ইচ্ছে ছিল, তবে সে সুযোগ তিনি পাননি , তাই তিনি রহস্য গল্প নিয়ে সিনেমা নাটক করতে ভালোবাসেন। এবার তাঁর লেখা সিরিজের কাহিনি এবার গল্পের বই এর আকারে প্রকাশিত হতে চলেছে জানুয়ারি মাসে অনুষ্ঠিত বইমেলাতে ।