জলপাইগুড়ি: রাস্তার কাজের জন্য দরকার জমি৷ আর সেই জমি মাপতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়লেন সরকারী কর্মীরা৷ শুক্রবার সকালে ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ড এবং বারোঘরিয়ে গ্রাম পঞ্চায়েতের ঘটনা৷ এলাকার মানুষ রাস্তা তৈরির জন্য তিন-চার ফসলি জমি জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দিতে নারাজ৷ তাই এদিন সরকারি কর্মীদের জমি মাপ-জোক করতে দেখে রুদ্র মূর্তি ধারণ করেন এলাকাবাসী৷ ঝাঁটা হাতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মহিলারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে তারা৷
আরও পড়ুন: পারিবারিক অশান্তির জের, স্বামী ও মেয়েকে কোপাল মহিলা
ধূপগুড়ির বৈদ্যাশ্রম এলাকায় চার লেনের রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার কথা৷ কিন্তু জমি জটে আটকে রয়েছে সেই কাজ৷ এলাকার মানুষের বক্তব্য, জমির দাম নির্ধারণ নিয়ে জটিলতা রয়েছে৷ তাছাড়া অনেকে বহু ফসলি জমি তুলে নিয়ে নারাজ৷ এই পরিস্থিতিতে এদিন সকালে সরকারি কর্মীদের এলাকায় দেখে উত্তেজনা ছড়ায় বৈদ্যাশ্রম এলাকায়৷ স্থানীয়রা গিয়ে দেখেন জমি মাপ জোকের কাজ চলছে৷ তখনই বিরোধিতা শুরু করেন স্থানীয়রা৷ মহিলারা ঝাঁটা হাতে রাস্তায় নেমে পড়েন৷ তাঁদের প্রশ্ন, জমির দাম নির্ধারণ হওয়ার আগে কেন মাপামাপির কাজ শুরু হল? স্থানীয়দের কেউ কেউ জমি বণ্টনে দালালচক্রের অভিযোগ তোলেন৷
আরও পড়ুন: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার, হাসপাতালে দেখতে এলেন অধীর
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী৷ আসেন থানার আইসি সুজয় তুঙ্গা৷ পুলিশের সঙ্গেও অনিচ্ছুকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন৷ তার পর বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ে জমি মালিকদের বিক্ষোভ৷ দুপুরে নতুন করে উত্তেজনা ছড়ায় খলাই গ্রামে৷ সেখানেও অনিচ্ছুক কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তাদের সঙ্গে বাকবিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনিচ্ছুক কৃষকরা। এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। শেষ পর্যন্ত প্রশাসনের উপস্থিতিতে জমি মাপার কাজ শুরু হয়৷