প্রত্যেক বছর ১৯ শে নভেম্বর বিশ্ব জুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। পুরুষদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার লক্ষ্যে ১৯৯৯ সালে প্রথমবার এই আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়। ইন্টারন্যাশনাল মেনস ডে ডট কম অনুযায়ী স্বাস্থ্যের পাশাপাশি অন্যান্য এই বিষয়গুলি নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। যেমন-
এই বিশেষ দিনটির প্রতিষ্ঠাতা হলেন ডা জেরোম টিলাকসিং (Dr Jerome Teelucksingh)। ট্রিনিডাড অ্যান্ড টোবাগোতে (Trinidad & Tobago) ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের (West Indies University) ইতিবাসের অধ্যাপক ছিলেন তিনি।
তবে ইন্ট্যারন্যাশনাল মেনস ডে-র (International Men’s day) ওয়েবসাইট অনুযায়ী এই ধরনের একটি বিশেষ দিনের দাবি জানানো হয়েছিল সেই ১৯৬০ সাল থেকে। যেরকম, মহিলাদের জন্য আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয় প্রত্যেক ৮ই মার্চ, সে রকমই পুরুষ দিবস উদযাপনেরও কথা ভাবা হয়।
এ বছর ইন্টারন্যাশনাল মেনস ডে, ২০২১-র থিম (International Men’s Day 2021 theme) হল পুরুষ ও নারীর মধ্যে সম্পর্ককে আরও উন্নীত করা।