নয়াদিল্লি : তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের পরই নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ পাশাপাশি লখিমপুর কাণ্ডের তদন্তের দাবিও তুললেন সোনিয়া কন্যা ৷ তাঁর অভিযোগ, কোনও দিনই কৃষকদের পাশে দাঁড়ায়নি কেন্দ্রীয় সরকার ৷ উল্টে, কৃষকদের আন্দোলনকারী হিসেবেই তুলে ধরার চেষ্টা করেছে ৷
দেশ জুড়ে বিক্ষোভের জেরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন কৃষি আইন প্রত্যাহার করে নেন ৷ কেন্দ্রীয় সরকারের এই আইন চালু হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সরব ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো ৷ তৃণমূল কংগ্রেস যে প্রতিবাদ প্রথম শুরু করেছিল, ক্রমে তা ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে ৷ কৃষকদের পাশে দাঁড়িয়ে এই তিন আইনের প্রতিবাদ জানায় কংগ্রেস ৷ উত্তর প্রদেশে দলের দায়িত্ব প্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধিকে কৃষকদের হয়ে মুখ খুলতে দেখা গিয়েছে বার বার ৷ আজ তিন আইন বাতিলের পরই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন প্রিয়াঙ্কা ৷
আরও পড়ুন: কৃষকরা ফসলে ন্যূনতম সহায়ক মূল্য পাবেন তো? প্রশ্ন কংগ্রেসের
এ দিন সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা দাবি বলেন, “দেশে কৃষকদের থেকে বড় কেউ নন ৷ সেই কৃষকদের উপর নানা অত্যাচার করা হয়েছে ৷ এই সরকার বার বার রং বদলায় ৷ এই সরকারকে কোনও ভাবেই বিশ্বাস করা যায় না ৷” অন্যান্য রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “অবিলম্বে লখিমপুর কাণ্ডের তদন্ত হওয়া উচিত ৷ দোষী কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্ত করা উচিত ৷ সে দিন যে ভাবে কৃষকদের খুন করা হয়েছিল, সেই ঘটনা কোনও ভাবেই ক্ষমা করা যায় না ৷”
আইন প্রত্যাহারের বিষয়টির মধ্যে রাজনৈতিক কারণ আছে বলেও এ দিন অভিযোগ করেন প্রিয়াঙ্কা ৷ সামনেই উত্তরপ্রদেশ-পঞ্জাবের মতো রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের দিকে নজর রেখেই এই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ৷ তাঁর কথায়, “এই আইন কার্যকর হওয়ার পর থেকেই দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির কী হাল হয়েছে ৷ সামনেই দুই রাজ্যে ভোট ৷ কেন্দ্র যদি কৃষকদের কথাই মনে রাখত, তাহলে অর্ডিন্যাস করে এই আইন বাতিল করা যেত ৷” এর পরই তাঁর প্রশ্ন, মোদি তো কথায় কথায় অর্ডিন্যান্স করেন, তা হলে এ ক্ষেত্রে এত দেরি হল কেন ?