‘সিংহম ৩’ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বড়পর্দার বাজিরাও সিংহম ওরফে অজয় দেবগণ।পরের ছবি ‘ময়দান’-এর শ্যুটিংও অভিনেতা শেষ করেছেন সম্প্রতি।তবে সিংহম ৩ এবং ময়দান মুক্তি পেতে এখনও অনেক দেরি,তাই অজয়ের পরের দুটি ছবি ‘ট্রিপল আর’ এবং ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।অক্ষয় কুমারের সূর্যবংশী-তে স্পেশাল অ্যাপিয়ারেন্সে কামাল করে দিয়েছেন সিংহম অজয়। বাহুবলীর পরিচালক এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’-এও বিশেষ ভূমিকায় থাকছেন তিনি।
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর।তবে ছবিতে অজয়ের রোলটিও দুর্দান্ত এমনটাই জানা গিয়েছিল।কিন্তু সদ্যই শোনা গিয়েছে ‘ট্রিপল আর’-এ অজয়ের চরিত্রটিকে একটি মাত্র অ্যাকশনের দৃশ্যে দেখা যাবে,তাও মাত্র আট মিনিটের জন্য।এই খবরে অজয় ভক্তরা যে একটু হতাশ হবেন তা বলাই বাহুল্য।সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে,নেটদুনিয়া বলছে,অজয়ের মতো সুপারস্টারকে ছবিতে মাত্র ৮মিনিট রাখার কোন মানেই হয় না।
সঞ্জয় লীলা বানশালির ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-তেও ক্যামিও রোলে থাকছেন অজয় দেবগণ।তবে ছবিতে প্রায় ২০ মিনিট দেখা যাবে তাঁকে।আগামী বছর ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ট্রিপল আর।এবং ১৮ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’।