চুল লম্বা করতে পেঁয়াজের রসের উপকারিতার কথা এখন সবাই জানেন। ইদানীং বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার কিংবা হেয়ার মাস্ক ও হেয়ার অয়েলে তাই উপকরণ হিসেবে রাখা হচ্ছে পেঁয়াজের নির্যাস। আর রান্নাঘরে পেঁয়াজের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। শুধু যে স্বাদ আনে তাই নয় স্বাস্থ্যের জন্যেও পেঁয়াজ উপকারী। তা রান্নাবান্না কিংবা চুলের পরিচর্যা তো হল, ত্বক সুন্দর রাখতেও এই পেঁয়াজে যে ভীষণ কার্যকরী তা আপনার জানা আছে কি?
রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজ জেনে নিন-
প্রথমে পেঁয়াজের ছোট ছোট টুকরো করে নিন। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এই পেঁয়াজের রস করে নিন। এবার এই মিশ্রণ চুলে লাগিয়ে নিন। তবে ত্বকে লাগানোর সময় পাতিলেবুর রস কিংবা টক দই বা ইয়গহার্টের সঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। সরাসরি মুখে লাগালে ত্বকে হালকা জ্বালা হতে পারে।
এদিকে ত্বকের পরিচর্যায় যতই কাজের হোক না কেন পেঁয়াজের উগ্র গন্ধ ও চোখে জ্বালার ভয়ে অনেকেই চুলে পেঁয়াজের রস ব্যবহার করলেও ত্বকের ক্ষেত্রে করতে চাইবেন না। তবে পেঁয়াজের রসকে একেবারে খারিজ করে দেওয়ার আগে ত্বকের কোন কোন সমস্যার সমাধানে এই রস কীভাবে কাজ করে জেনে নিন-
ত্বক পরিষ্কার করে
সরাসরি ত্বকে লাগান কিংবা স্যালাডে কাঁচা পেঁয়াজ খান। যেটাই করুন পেঁয়াজ শরীর ও ত্বক থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে । এর ফলে ত্বকে নানা ধরনের জীবাণু সংক্রমণে র সম্ভাবনা অমেকটাই কমে যায়। ত্বকের স্বাস্থ্য ভাল থাকে এবং ত্বক উজ্জ্বল থাকে।
সূর্যের অতিবেগুনি রশ্মী থেকে ত্বকের রক্ষা করে
পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খনিজ পদার্থ, অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন এ, ই এবং সি। এগুলো ত্বকের রক্ষা করে। এই সব অতি প্রয়োজনীয় উপকরণের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মী থেকে ত্বক সুরক্ষিত থাকে।
ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না
পেঁয়াজে এক ধরনের ফাইটোকেমিকেলস রয়েছে যাতে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়। এটা ক্ষতিগ্রস্ত ত্বকের মেরামতি করতে ও ত্বকের তারুণ্য ধরে রাখতে ভীষণ উপকারী। ত্বকে নিয়মিত পেঁয়াজের রস লাগালে বয়সের ছাপ পড়বে না। এমনকি বলিরেখা কিংবা চামড়া কুঁচকে যাওয়ার মত ত্বকের সমস্যা গুলি আরও বেশিদিন প্রতিরোধ করা যাবে।
কোলাজেনের উত্পাদন বাড়িয়ে তোলে
ত্বকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন কোলাজেন তৈরি করতে সাহায্য করে পেঁয়াজ। তাই চুল ও ত্বকের সুস্থ কোষ তৈরির ক্ষেত্রে পেঁয়াজের রস এত জরুরী । একদিকে যেমন ত্বকের স্বাস্থ্য ভাল রাখে চুলের ক্ষেত্রেও ঠিক তেমনি চুলের স্বাস্থ্য ভাল করার পাশাপাশি চুল পড়া কম করে।
ব্রণ ও ফুসকুড়ি প্রতিরোধ করে
পেঁয়াজের অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি কার্যকারিতা আছে যা ত্বকে ব্রণ ও ফুসকুড়ির সমস্যা প্রতিরোধ করে।
ছবি সৌজন্য: Pixabay