Placeholder canvas
কলকাতা শনিবার, ০৪ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
গ্রুপডি’তে নতুন করে আরও ৫০০ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন, তদন্তের নির্দেশ দিতে চলেছে আদালত
পীযূষ কান্তি নাগ Published By:  • | Edited By: অর্পিতা দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ০৬:০৭:২৪ পিএম
  • / ৩৫৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অর্পিতা দে

কলকাতা : এসএসসির মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্তের নির্দেশ দিতে চলেছে আদালত। আবেদনকারীর অভিযোগ অনুযায়ী ২৫ জনের বেনিয়মের অভিযোগ ছিল। বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে হয় ৫০০। অভিযোগকারীরা নতুন করে আরও ৫০০ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। যাদের নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তদন্তের জন্য অবিলম্বে এই সকল নিয়োগকারীদের নথি সংরক্ষণ এর প্রয়োজন। না হলে ভবিষ্যতে ওই নথি ম্যানুপুলেট হতে পারে।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে ২৫ জনের নিয়োগ মামলা নজিরবিহীন দিকে মোড় নিয়েছে৷ হাইকোর্টের নির্দেশ মত সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছিল, ২৫ জনকে নিয়োগ করার ব্যাপারে কোনওরকম সুপারিশ পত্র বা রেকমেন্ডশন লেটার তারা দেয়নি৷ কাজেই ওই ২৫ জন ভুয়ো সুপারিশ পত্র দেখিয়েই কাজে নিয়োগ হয়েছেন। আদালত এই ব্যাপারে বৃহস্পতিবারের মধ্যে ওই ২৫ জনের নাম ও ঠিকানার তালিকা কমিশনকে জমা দিতে বলেছে৷

বৃহস্পতিবার আদালতের নির্দেশ অনুযায়ী এসএসসির পক্ষ থেকে জমা দেওয়া হয় হলফনামা। প্রথম জমা পড়া হলফনামায় খুশি হতে পারেনি আদালত। তাই ফের আধঘণ্টার মধ্যে পুনরায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। দ্বিতীয় হলফনামাটি এসএসসির পক্ষ থেকে চেয়ারম্যান স্বীকার করেছেন এই ঘটনার জন্য ভবিষ্যতে যদি তাদের কোনো গাফিলতি ধরা পড়ে তাহলে তার দায়ভার তারাই নেবেন। কারণ এসএসসির পক্ষ থেকে জানানো হয় তারা কোনো রেকমেন্ডেশন নিয়োগ পত্র ইস্যু করেননি।

আরও পড়ুন – মমতার ধমক খেয়ে ‘ইগো’ ভুলে তড়িঘড়ি চিংড়িহাটা দৌড়লেন পুলিশ কর্তারা

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন

  • ১) আবেদনকারী ইতিমধ্যে ২৫ জনের নিয়োগের তালিকা আদালতে পেশ করেছে এবং তাদেরকে এই মামলায় সংযুক্ত করেছে। আবেদনকারী আরও ৫০০ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। তাই ওই ৫০০ জন কেও এই মামলায় সংযুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৫00 জনের তালিকা ঠিকানাসহ কলকাতা হাইকোর্টের কাছে আগামী সোমবারের মধ্যে জমা করতে হবে।
  • ২) মধ্যশিক্ষা পর্ষদ কে এই মামলায় সংযুক্ত করতে হবে।
  • ৩) এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ এর মাধ্যমে যে সমস্ত গ্রুপ ডি নিয়োগ হয়েছে (২৫+৫০০ জন) তাদেরকে কিভাবে নিয়োগ করা হলো সেই বিষয়টিও হলফনামার মাধ্যমে আগামী সোমবারের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে।
  • ৪) ২৫+৫০০ জনের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সিল বন্ধি খামে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে সংরক্ষন করতে হবে। কারণ এই নথি অবিলম্বে সংরক্ষণ না করলে ভবিষ্যতে এই নথি ম্যানুপুলেট হতে পারে। তদন্ত চালু হলে তদন্তকারী সংস্থার তদন্তের ক্ষেত্রে এই নথি কাজে লাগবে।

আগামী সোমবারের পর কলকাতা হাইকোর্ট এই মামলায় যে তদন্তের নির্দেশ দিতে চলেছে তা এ দিনের রায় ও মন্তব্য থেকেই পরিষ্কার। কারণ কলকাতা হাইকোর্ট জানিয়েছে বড় ধরনের দুর্নীতি হয়েছে তা আদালতের নজরে এসেছে। এখন দেখার কলকাতা হাইকোর্ট এই তদন্ত কোন হাই পাওয়ার কমিটি, অবসরপ্রাপ্ত বিচারপতি, সিবিআই না কোন অন্য তদন্তকারী সংস্থার মাধ্যম করান।

নিয়োগ নিয়ে বারবার প্রশ্ন উঠছে কেন? এই বিষয়ে ব্রাত্য বসু কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘পুরো বিষয়টি ২০১৬ সালের এবং সেই সময় আমি দায়িত্বে ছিলাম না পুরো বিষয়টি খোঁজ নেওয়ার দরকার আছে। কিন্তু কমিশনকে আমরা বলেছি আদালত যা তথ্য চাইছে আপনারা স্বচ্ছভাবে দিন।’ এছাড়াও এদিন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রসঙ্গে ব্রাত্য বসু জানান, ‘নিশ্চয়ই কিছু সমস্যা ছিল বা আছে কিন্তু অতীতে কী হয়েছে সেই ভেবে লাভ নেই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান করতে হবে সেটা যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে তার জন্য কোনো পরিবর্তন আনতে হয় আদালত বলুক আমাদের যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে আমরা কাজ করব।’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

লাগামহীন ভূর্গভস্থ জল ব্যবহারে অভিযুক্ত দেশের ১৩ ক্রিকেট স্টেডিয়াম  
শনিবার, ৪ মে, ২০২৪
কীভাবে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা? সুপ্রিম প্রশ্নের মুখে ইডি
শনিবার, ৪ মে, ২০২৪
সন্দেশখালির ধর্ষণের ঘটনা সাজানো, বিজেপি নেতার ভাইরাল ভিডিও তোলপাড়
শনিবার, ৪ মে, ২০২৪
বিজেপির অভিজিতের মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার
শনিবার, ৪ মে, ২০২৪
ঘরের মাঠে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে মোহনবাগান  
শনিবার, ৪ মে, ২০২৪
ভোট না দিলে ঝগড়া করব, কাদের এমন হুঁশিয়ারি সায়ন্তিকার!
শনিবার, ৪ মে, ২০২৪
দীপ্সিতার নামে আপত্তিকর মন্তব্য কল্যাণের, প্রতিবাদ করায় সিপিএম সমর্থককে মার তৃণমূলের
শনিবার, ৪ মে, ২০২৪
ম্যাচ জিতিয়েই তীর্যক মন্তব্য মিচেল স্টার্কের!  
শনিবার, ৪ মে, ২০২৪
বিজেপি করার অপরাধে ৬ বছর ধরে বন্ধ যাতায়াতের রাস্তা, প্রশাসনকে জানিয়েও মিলছে না সুরাহা
শনিবার, ৪ মে, ২০২৪
খলিস্তানি জঙ্গি খুনে গ্রেফতার ৩, ভারত-যোগ খুঁজছে কানাডা   
শনিবার, ৪ মে, ২০২৪
তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ
শনিবার, ৪ মে, ২০২৪
গত এক সপ্তাহে হিট স্ট্রোকে মৃত্যু ৩৩ জনের
শনিবার, ৪ মে, ২০২৪
শনি ঠাকুরের কৃপা পাবেন এই ৫ রাশির জাতক
শনিবার, ৪ মে, ২০২৪
মুম্বই ইন্ডিয়ান্সকে ঘরের মাঠে হারাল কলকাতা নাইট রাইডার্স
শুক্রবার, ৩ মে, ২০২৪
Aajke | রাজভবনেও গোকুল পিঠের গপ্পো
শুক্রবার, ৩ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team