টলিউডে প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে শর্ট ফিল্ম এর মধ্যে দিয়ে পথ চলা শুরু হয়েছিল আজকের এই নায়কের। ‘নিউ থিয়েটার্স ১’ স্টুডিতে সেদিন বেশ বকুনি খাচ্ছিলেন আজকের এই হার্টথ্রব হিরো। তবে আড়ালে ঋতুপর্ণকে বলতে শোনা গিয়েছিল আজকের এই অভিনেতা আগামীদিনের হিরো। আজ তাঁর জন্মদিন। মহিলা ভক্তকুল এই দিনটা কিছুতেই ভোলে না। বুধবার রাত থেকেই শুভেচ্ছা আর ভালোবাসা আর বন্যায় ভেসে চলেছেন খোশমেজাজে থাকা ‘ব্যোমকেশ’। শুভেচ্ছার সঙ্গে প্রেমের প্রস্তাবও যে আসছে না তা নয়। তবে বাংলা ছবি পর্দায় এতদিনের সাফল্য তাকে শিখিয়ে দিয়েছে জন্মদিনে কিভাবে প্রেমের প্রস্তাবকে নিয়ন্ত্রণ করতে হয়। এমনিতেই বাইরে খাওয়া খুব একটা পছন্দ করেন না তিনি। জন্মদিনে তো নয়েই। বাড়িতে মায়ের আদর মাখা পায়েস খেয়ে সময় কাটাবেন ‘ব্যোমকেশ’ আবীর চট্টোপাধ্যায়। দিনের বেলা পরিবারের পরিবারের সঙ্গেই খোশমেজাজে কাটাবেন বাড়িতে। বাইরের খাবার কোন পরিকল্পনাই নেই তাঁর। মুম্বইতে হিন্দি ওয়েব সিরিজের কাজে গিয়েছিলেন তিনি। কাজেই বাড়ির খাবার খাওয়া হয়নি বেশ কিছুদিন। সন্ধ্যেবেলা অবশ্য মেয়ে বউকে নিয়ে শ্বশুরবাড়িতে খাওয়া-দাওয়ার অনুষ্ঠানে যোগ দেবেন। জন্মদিনে ভক্তকুলের শুভেচ্ছা আবিরের কাছে মিঠাই এর স্বাদের থেকে আলাদা কিছু নয়। জন্মদিনে ইন্ডাস্ট্রির এই ভালোবাসা তিনি কখনো ভুলতে পারেন না। শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরাও। বাড়িতে মেয়ে ময়ূরাক্ষীর জন্মদিন যেমন জাঁকজমকপূর্ণ করে করেন, নিজেরটা সেরকমভাবে করতে একটু লজ্জা পান আবির। স্ত্রী নন্দিনীর কাছ থেকে উপহার পেয়েছেন তিনি। জন্মদিনের ছোট্ট বিরতি নিয়ে মুম্বাইয়ের কাজ ফেলে ফিরে এসেছিলেন। পরিবারের সঙ্গে বিশেষ দিনটা কাটিয়ে আবার উঠে যেতে হবে বাণিজ্য নগরীর দিকে।