কয়েকদিন আগে তামিল ছবির সুপারস্টার ও এক পরিচালক টি জে গানাভেলকে আইনি নোটিশ পাঠিয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক দল ‘পাট্টালি মাক্কাল কাটচি'(পি এম কে)। শুধু আইনি নোটিশ নয়, দলটির মায়িলাদুথুরাই জেলার সাধারণ সম্পাদক এমন কথাও ঘোষণা করেছেন ‘জয় ভীম’ ছবির সুপারস্টার অভিনেতা সুরিয়া তার জেলায় গেলে যে ব্যক্তি তার ওপর আক্রমণ করবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। খুব স্বাভাবিক কারণেই বিনোদন দুনিয়া যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমনই এই হুমকির পর সুরিয়ার চেন্নাইয়ের টি নগরে অবস্থিত বাড়িতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। যেকোনো সময় তার বাড়িতে হামলার আশঙ্কা করে সশস্ত্র পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত ভার্নিয়ার সম্প্রদায়কে নিয়ে তৈরি হয়েছে ‘জয় ভীম’ ছবিটি। বাস্তব ঘটনা অবলম্বনে এই ছবিতে পরিচালক একাধিক চরিত্রের নাম ব্যবহার করেছেন যা বাস্তবে নামের সঙ্গে মিলে যায়।
সুপারস্টার অভিনেতা সুরিয়া
অথচ ছবিতে নাকি সাব-ইন্সপেক্টর এর যে পুলিশকর্মীকে অত্যাচারী হিসেবে দেখানো হয়েছে তাঁর নাম পরিবর্তন করা হয়েছে। ছবিতে তাকে গুরু বলেও সম্বোধন করা হয়েছে। ছবির একটি দৃশ্যে পুলিশ অফিসারের বাড়িতে রাখা একটি ক্যালেন্ডার একটি ছবি দেখানো হয় যা ভান্নিয়ার সঙ্গমের কাছে অত্যন্ত পবিত্র। একজন খলনায়ক এর বাড়িতে এরকম ছবি রাখার অর্থ গোটা সম্প্রদায়কে অপমান করা। মুখপাত্রটি আরো জানিয়েছে যে ছবিতে প্রয়াত পিএমকে নেতা জে গুরুকে যথেষ্ট অসম্মান করা হয়েছে। সঙ্গম প্রধান হারুন মজির পক্ষ থেকে পাঠানো নোটিশে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি সাতদিনের মধ্যে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
সুপারস্টার অভিনেতা সুরিয়া