জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমনি’তে অভিনেত্রীর শেষ দিনের শুটিংয়ের পর স্টুডিওর সেটে অনেকক্ষণ ঘুরে দেখলেন। অনেক স্মৃতি তাঁর জড়িয়ে আছে এই সেটের সঙ্গে। বহু বছর ধরে চলা জনপ্রিয় এই বাংলা সিরিয়ালের পরিবারের সদস্য জগদম্বার চরিত্রে অভিনেত্রী রাজশাহী ভট্টাচার্যকে আর দেখা যাবে না। এই চরিত্রে তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন। গতকালই ‘রানী রাসমনি’র সেটে শেষ শট দিলেন রোশনি। জগদম্বার লুকে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোশনি। একটি আবেগঘন লেখাও লিখেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়। এই সিরিয়াল পরিবারের সদস্যরা রোশনিকে নাকি জগ্গু বলে ডাকতেন। স্টুডিওর এই সেটে আর প্রিয় মুখগুলোর সঙ্গে নিয়মিত দেখা হবে না। মেকআপ রুমের আড্ডাও তিনি মিস করবেন। একান্ত ব্যক্তিগত কারণেই নাকি তিনি রাসমণি পরিবার থেকে বিদায় নিচ্ছেন। অবশ্য অন্য কোন চরিত্রে ভিন্ন সিরিয়ালে দর্শকরা তাকে দেখতে পাবে বলে তিনি তার পোস্টে আশ্বাস দিয়েছেন। কিছুদিন আগেই নিজের বিশেষ বন্ধু সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছিলেন। তারপর সেরে ফেলেছেন সেই বিশেষ বন্ধু তূর্য সেনের সঙ্গেই রেজিস্ট্রি। সামনেই নাকি তাঁর সামাজিক বিয়ে। রাসমণি পরিবারের সদস্যরা রসনিকে শুটিং সেটে আইবুড়োভাত খাইয়েছিলেন। ভাইজান করা হয়েছিল রোশনির পছন্দমত খাওয়া। এবার সামাজিক বিয়েতেও সিরিয়াল পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে খবর।