মাত্র ৩৬ বছর বয়সে শেষ হল আমেরিকান র্য্যাপার ইয়ং ডলফ-এর জীবন। মেমফিসের এক কুকিজ্ শপে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।২০২০সালে প্রকাশিত ‘রিচ স্লেভ’ অ্যালবামটির জন্যই জনপ্রিয়তা পেয়েছিলেন ইয়ং ডলফ।
ইয়ং ডলফ-এর মৃত্যুর কথা জানিয়েছেন তাঁর এক মুখপাত্র। ডলফ্-এর মতো একজন গুণী মানুষ এবং বন্ধুকে এই ভাবে হারিয়ে তাঁর কাছের জনরা বিস্মিত। তবে নিজগুণেই কাছের মানুষের মনে থেকে যাবে ডলফ্, জানিয়েছেন শিল্পীর মুখপাত্র।
ডলফ্-এর মৃত্যু সম্পর্কে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে , বুধবার দুপুর ১ নাগাদ মেমফিসের এক কুকিজ্-এর দোকানে গুলি চালনার ঘটনা ঘটে। সেই সময়েই কুকিজ্ কিনতে দোকানে গিয়েছিলেন ডলফ্। আচমকাই আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি করে, মৃত্যু হয় ডলফ্-এর।
২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত মোট ৭টি অ্যালবামে গান গেয়েছিলেন আমেরিকান এই শিল্পী। প্রতিটি গানই শ্রোতার মন ছুঁয়েছিল। বিশেষ করে ২০২০ সালে ইয়ং ডলফ্-এর ‘রিচ স্লেভ’ অ্যালবামটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। কেরিয়ার শুরুর আগেই নবীন শিল্পীর মৃত্যুতে এক রকম শোকস্তব্ধ অনুরাগীরা।