সিরিজের ট্রেলার দেখেই আন্দাজ করা যায় হাসির ট্রিপল ডোজ আসতে চলেছে নতুন সিজনে। যা খুব শীঘ্রই দেখা যাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।
চিকফ্লিক সিজন ওয়ানের সাফল্যের কারণেই ‘সিজন ২’ তে আরও অনেক মজা ও অনেক টুইস্ট নিয়ে আসছে নতুন গল্প।যেখানে চিকফ্লিক এর প্রথম সিজনের গল্প শেষ হয় সেই গল্পই নতুন সিজনে আরও এগিয়ে যায় এক বছর।
জিনিয়া ছেড়ে চলে গেছে তনয়কে, মন্টুকে ছেড়ে বিয়ে করে নিয়েছে সোমা, এবং বাম্পিকে ছেড়ে অভিনয় করতে মুম্বাই পাড়ি দিয়েছে স্যুইটি। এদের তিনজনের জীবনই চলছিল একদম নিরসভাবে। মনের দুঃখেই একদিন এরা মিলিত হয় বাজিরাও মাস্তানি পাবে। যেটা ছিল আবার জুয়ার ঠেক। জুয়াতে রায়বাহাদুর পাওয়া ঘটক ফ্যামিলির ছেলে মন্টু আবেগের বশে জুয়াতে পঞ্চাশ লাখ হেরে বসে। স্বাভাবিকভাবেই টাকা দিতে পারেনা এবং যার ফলে জুয়ার ঠেকের মালকিন মাস্তানি ওদের ওপরে চাপিয়ে দেয় একটা শর্ত। কী সেই শর্ত, কী কী সমস্যার মধ্যে পড়েন এই তিন বন্ধু। সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে নতুন সিজনে। আপাতত ট্রেলারেই আন্দাজ করবে দর্শক। এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দোপাধ্যায়।
অভিনয় করছেন সুদীপা বসু, খরাজ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, রাতশ্রী দত্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সাঁওলি চট্টোপাধ্যায়,সবুজ বর্ধন, জিনা তরফদার রাহুল সেনগুপ্ত, পলাশ হক, দুর্বার শর্মা , কৃষ্ণেন্দু দিওয়ানজি, রানা বসু ঠাকুর প্রমুখ। । চিকফ্লিক এর নতুন এই সিজন দর্শকদের কতোটা আনন্দ দেয় সেদিকেই নজর রয়েছে নেটিজেনদের।