মাকড়সা মানবের কাজকর্মে বিস্মিত হন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ফের একবার পর্দায় আসছে, স্পাইডার ম্যানের গল্প। মুক্তির অপেক্ষায় স্পাইডার ম্যান নো ওয়ে হোম। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
স্পাইডার ম্যানের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড। মাকড়সা মানবের ইতিহাসে এই প্রথমবার মুখোশহীন ভাবে দেখা মিলল স্পাইডার ম্যানের। ছবির কাহিনিতে দেখা যাবে, নিজের স্বাভাবিক জীবনকে সুপার হিরো মার্কা জীবনযাপন থেকে আলাদা করতে পারছে না মুখোশহীন এই স্পাইডার ম্যান। কখনও সে ডাক্তার স্ট্রেঞ্জের কাছে সাহায্য চায় কখনও বা হয়ে ওঠে ভয়ংকর। শেষমেশ স্পাইডার ম্যান হওয়ার প্রকৃত অর্থ কী তা আবিষ্কার করতে বাধ্য হয় মুখোশহীন এই স্পাইডার ম্যান।
রইল স্পাইডার ম্যান নো ওয়ে হোম-এর ট্রেলার-