পুজোর কিছু আগে থেকেই সিনেমা মুক্তির আলো দেখতে শুরু করেছে, দর্শকরাও ধীরে ধীরে হলে হলমুখী হচ্ছে। বেশকিছু বিগ বাজেট ছবি আশাতীত ভাবে বক্স অফিসে ভালো ফল করেছে। পুজোর ছুটির পর বড়দিনের ছুটি আসন্ন। সেই কথা মাথায় রেখেই বছর খানেকের বেশী সময় ধরে আটকে থাকা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ‘অনুসন্ধান ‘ মুক্তি পেতে চলেছে আগামী ৩ ডিসেম্বর। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এটি একটি থ্রিলার ধর্মী ছবি।
তবে করোনার প্রকোপের আগেই এই ছবি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক, অনেকেই বলতে শুরু করেছিলেন একটি হিন্দি ছবি ‘চেহরে’র সঙ্গে প্রভুত মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা, তবে এর মাঝে অনেকটা সময় পার হয়েছে। আগামী ৩ডিসেম্বর মুক্তির কথা ঘোষিত হয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকার, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছবির প্রেক্ষাপট লন্ডন। মুলত একটি বাড়ির মধ্যেই কোর্টরুমের মতো ড্রামা।
আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পেলেই দর্শকদের মধ্যে যে কৌতুহল দানা বেঁধেছে তা নিরশন হতে পারে, তবে ভালো অভিনেতা ও দক্ষ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি ঘিরে দর্শকদের আগ্রহ থাকবে তা বলাই বাহুল্য।