কোভ্যাক্সিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের জন্য ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী। মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশকে পড়াশোনার জন্য বিদেশে যেতে হয়। ইতিমধ্যেই তারা সমস্যার মধ্যে রয়েছে, তাদের জীবন সহজ করতে আমাদের কিছু করতে হবে।’ একইসঙ্গে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির কপিও তুলে দেন মমতা। প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠিতে প্রথমে পশ্চিমবঙ্গে ২ কোটি টিকাকরণের কথা বলে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।
তিনি লিখেছেন, শুরু থেকেই সরকারি-বেসরকারি ক্ষেত্রে রাজ্য কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুরকমের টিকাই পাচ্ছে। কিন্তু বহু দেশ হু অনুমোদিত টিকা ছাড়া তাদের দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না। প্রতিবছর ছাত্রছাত্রীদের একটা বড় অংশ বিদেশে পড়তে যায়। তাদের মধ্যে অনেকেই কোভ্যাক্সিন নিয়েছে। পরে তারা জানতে পারে যে, তাদের টিকার শংসাপত্র বিদেশে কাজে আসবে না। সেই ছাত্রছাত্রীরা এখন বুঝতে পারছে না যে, তারা কী করবে৷ তাদের কেরিয়ারও প্রশ্নের মুখে। তাই আমার অনুরোধ, আপনি বিষয়টিতে হস্তক্ষেপ করুন। যাতে তাড়াতাড়ি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায় কোভ্যাক্সিন। আর পড়ুয়ারাও যাতে সমস্যার মুখে না পড়ে। এতে যাঁরা বিদেশে চাকরি করেন তাঁরাও উপকৃত হবেন। একইসঙ্গে ব্যবসা ও অন্যান্য কারণে বাইরে গেলেও সমস্যায় পড়বেন না মানুষ।