সঙ্গীত শিল্পী অন্বেষা ছবির গানের পাশাপাশি নিজের সিঙ্গেল গানের জন্যও প্রসিদ্ধ। বলিউড ও টলিউডের বেশকিছু জনপ্রিয় গান তাঁর ঝুলিতে, নিজের আধুনিক মিউজিক ভিডিওতে ইদানিং তিনি নিজেই অভিনয় করছেন।
তবে মঙ্গলবার তিনি একটি আপকামিং বাংলা ছবির জন্য প্লে ব্যাক সঙ্গীত রেকর্ড করলেন। সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্যের সুরে ‘আবার বছর কুড়ি পরে ‘ ছবির জন্য গান রেকর্ড করলেন । রণজয়ের আগের ছবির গান ‘প্রেমে পড়া বারন’ এখনও বেশ জনপ্রিয়। অন্বেষার গলায় আবার নতুন মাইল ফলক তৈরি হতে চলেছে বলেই মনে করছে নেটিজেনরা। এই ছবির গানে নস্ট্যালজিয়া খুবই গুরুত্বপূর্ণ।
স্কুলজীবন দিনগুলোয় একবার ফিরে যেতে কে না চায়! মনের গোপন কুঠুরিতে আজও তাদের ঠিকানায় ধুলো পড়েনি। সময় পেলেই চট করে ঢুকে পড়া সেই নস্ট্যালজিয়ার গলিতে। হাসি, কান্না, অভিমান কত রকম স্মৃতি। আর সেই সময়ের বন্ধুরা? জীবনের অলিখিত নিয়মে আলাদা হয়ে যাওয়া, আজকালের টেক ঝড়ে যোগাযোগটুকু যে রয়েছেএই অনেক পাওয়া।
ধরাযাক প্রতিদিনের রোজনামচা থেকে ছাড় পেয়ে বছর কুড়ি পরে স্কুলের বন্ধুরা একজায়গায় হল। হয়তো দেখলে চিনতেও পারবেন না কিছু বন্ধুদের। এই নস্ট্যালজিয়া নিয়েই তৈরি হচ্ছে ‘আবার বছর কুড়ি পরে’। আর এই ছবির জন্যই একসঙ্গে পাওয়া যাবে আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর মতো অভিনেতাদের। এই ছবির জন্যই অন্বেষা তাঁর গলায় একটি মাত্র গান রেকর্ড করলেন। খুব শীঘ্রই সঙ্গীত প্রেমী নেটিজেনদের কাছে পৌঁছে যাবে নতুন এই গান।