সুশান্ত সিং রাজপুত এর পরিবারে ফের শোকের ছায়া। মঙ্গলবার এক ভয়ানক সড়ক দুর্ঘটনা প্রয়াত হয়েছেন অভিনেতার পরিবারের পাঁচ আত্মীয়। এক সড়ক দুর্ঘটনায় মৃত সুশান্তের এক জামায়াতে লাগছিল সিংহ সহ আরও পাঁচজন। তিনি হরিয়ানা পুলিশের একজন পদস্থ কর্মচারী ছিলেন।
পুলিশের সূত্রে খবর এক আত্মীয়ের শেষকৃত্বের কাজে যোগ দেওয়ার পর মঙ্গলবার সকালে পাটনা ফিরছিলেন সুশান্তের জামাইবাবু সহ পরিবারের কয়েকজন।
একটি সিলিন্ডার বোঝাই লড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সুশান্তের জামাই বাবুর গাড়ির। লাল সিং ছাড়াও প্রান হারিয়েছে সুশান্তের দুই ভাগ্নে। আহত আরও চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।