করোনার কারণে বহু বাংলা ও হিন্দি ছবির মুক্তি আটকে ছিল। তবে ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হচ্ছে , পুজোর ঠিক আগেই সিনেমা হল খোলার সঙ্গে সঙ্গেই বহু বাংলা ছবি মুক্তি পায় বড় পর্দায়। এবং আশাতীত ভাবে ভালো ফল করেছে বক্স অফিসে। করোনার চোখ রাঙানি উপেক্ষা করে দর্শকরা হলমুখি হচ্ছে।
বেশকিছু বাংলা ছবি মুক্তির কথা শোনা গেলেও নন্দিতা- শিবপ্রসাদ এর প্রযোজনা সংস্থার সব ছবি মুক্তি আটকে ছিল। তবে দর্শকদের কাছে খুশির খবর। পরিচালক প্রযোজক অভিনেতা শিবপ্রসাদ একটি টুইট করে স্যোশাল মিডিয়ায় ঘোষণা করেন তাঁদের প্রযোজনা সংস্থার বেশকিছু ছবি মুক্তির কথা।
২০২২ সালের প্রথম দিকে ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ‘বাবা বেবি ও’ । সম্প্রতি এই ছবিটি ২০২১ এ জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন মনোনীত হয়েছে। এই ছবিতে যিশুকে একজন সিঙ্গেল ফাদার হিসেবে দেখানো হয়েছে, যে একা হাতে তাঁর জমজমাট বাচ্চাকে মানুষ করছে। এবং এর থেকেই নানা মজার মুহূর্ত উঠে আসছে। এই ছবিতে যিশু ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সোলাঙ্কি রায়। এটি মূলত একটি রোমান্টিক কমেডি। এই ছবির গল্প লিখেছেন জিনিয়া সেন।
আগামী ২০ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’ । এই ছবি ঘিরে ছবির কলাকুশলী থেকে দর্শকদের মধ্যে অধীর আগ্রহ রয়েছে, কারণ এই ছবির প্রধান দুই চরিত্র প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত আজ আর আমাদের মধ্যে নেই, তবে রয়েছেন হৃদয় জুড়ে। এই ঘোষণা সম্পর্কে প্রযোজক পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জানান, এতোদিন ধরে তাঁরাও অধীর আগ্রহে ছিলেন।আরও বলেন, তাঁর প্রার্থনা সকলে যেন সুস্থ থাকেন ভালো থাকেন, খুব শীঘ্রই ছবি নিয়ে দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।
এর পর ১৭ জুন মুক্তি পাবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনা ও উজান গঙ্গোপাধ্যায়ের অভিনীত ছবি ‘লক্ষ্মী ছেলে’। প্রসঙ্গত এই ছবিটি লকডাউনের আগেই তৈরি হয়েছিল, এই ছবিতে প্রথমবার বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করেছেন অভিনেতা উজান। ‘রসগোল্লা’ ছবির পর এটি তাঁর দ্বিতীয় ছবি হতে চলেছে।
২০২২ বছরের শেষে বড় দিনে মুক্তির কথা ছোটদের নিয়ে সকলের জন্য ছবি ‘হামি২’। ভুটু ভাইজানের মতো আরও মজার গল্প দেখতে পাবে দর্শক ‘হামি-2’ ছবিতে। শিবপ্রসাদ-নন্দিতার ছবি মানেই বক্স অফিসে লক্ষ্মীলাভ , তাই ছবি গুলি নিয়ে দর্শকদের যে বাড়তি প্রত্যাশা থাকবে তা বলাই বাহুল্য।