‘লাল সিং চাড্ডা’ নিয়ে নতুন যে আপডেট মিলেছে তাতে আমির খানের ভক্তদের যে রীতিমতো মন খারাপ হবে তা বলাই বাহুল্য।কারণ,ফের পিছোচ্ছে ‘লাল সিং চাড্ডা’-র মুক্তি,বলিপাড়া জুড়ে এমনটাই জোর জল্পনা।ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১১ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ , এমনটা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন ছবির মুখ্য অভিনেতা তথা প্রযোজক আমির খান এবং প্রযোজক অদ্বৈত চন্দন।কিন্তু সদ্যই ‘লাল সিং চাড্ডা’-র অন্দরমহল সূত্রে মিলেছে নতুন খবর।
শোনা যাচ্ছে, ফেব্রুয়ারিতে ছবি মুক্তি পাবে সেই মতো পরিকল্পনা করেই এগোচ্ছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।কিন্তু ‘লাল সিং চাড্ডা’ একটা এত বড় ক্যানভাসের ছবি যার পোস্ট প্রোডাকশন এত তাড়াতাড়ি করা মোটেও সহজ নয়।ফেব্রুয়ারি মাসের মধ্যে ছবির পোস্ট প্রোডাকশন শেষ করা কার্যত অসম্ভব।সেই কারণেই হয়তো লাল সিং চাড্ডা-র মুক্তি ২ থেকে ৩ মাস পিছিয়ে দিতে পারেন আমির খান।
সম্ভবত আগামী বছর এপ্রিল অথবা মে মাসে মুক্তি পেতে পারে আমির-করিনা অভিনীত এই বহু প্রতীক্ষিত ছবি।খুব শীঘ্রই ছবি মুক্তির নতুন দিন ঘোষণা করা হতে পারে বলেই খবর।