জল্পনা চলছিল বেশ কয়েক দিন ধরেই। অবশেষে চলতি ইউরো-তে ফিনল্যান্ডের হয়ে খেলা মিডফিল্ডার জনি কাউকো সই করলেন এটিকে মোহনবাগানে। ইউরোতে ফিনল্যান্ডের অভিযান শেষ হয়েছে বুধবার। বৃহস্পতিবারই এটিকে মোহনবাগানের চুক্তিপত্রে সই করে দিয়েছেন কাউকো। জানা যাচ্ছে, এক বছরের জন্য এটিকের সঙ্গে চুক্তি হয়েছে কাউকোর। চুক্তির মূল্য সাড়ে ষোল কোটি টাকা।
ফিনল্যান্ড এবারের ইউরোর গ্রূপ লিগ থেকেই বিদায় নিয়েছে। কাউকো কিন্তু তিনটি ম্যাচেই খেলেছেন পরিবর্ত হিসেবে। তিরিশ বছর বয়সী কাউকো মূলত বক্স টু বক্স মিডফিল্ডার। প্রয়োজনে বাঁ দিকেও খেলতে পারেন। গত মরসুমে আই এস এল ফাইনালে মুম্বই সিটি এফ সি-র কাছে হারের পর এবার কোচ আন্তোনিও হাবাসের পরামর্শেই বিদেশি ফুটবলারের তালিকায় পরিবর্তন হচ্ছে। এখন পর্যন্ত যা জানা গেছে রয় কৃষ্ণ এবং তিরি ছাড়া বাকিদের নিয়ে এটিকে খুব একটা আগ্রহী নয়। তাই ডেভিড উইলিয়ামস, কার্ল ম্যাকহিউ, জাভি ফার্নান্ডেজদের আবার এটিকে-তে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এবার আই এস এল-এ পাঁচ বিদেশির বদলে চার বিদেশি নিয়ে খেলতে পারবে দলগুলি। রেজিস্ট্রি হবে সাত জনের বদলে ছয় জনের। তাছাড়া এটিকে মোহনবাগান এবার এ এফ সি কাপে খেলবে। সে জন্য তারা বেশ ভেবেচিন্তে এবং গুছিয়ে দল গড়তে চায়। ফিনল্যান্ডের ইউরোকাপারকে দলে নেওয়া সেই লক্ষ্যেই।
আই এস এল-এর এবার অষ্টম মরসুম। ২০১৪ সালে শুরু হওয়া এই লিগে অতীতে বেশ কয়েকজন নামী বিশ্ব তারকা খেলে গেছেন। ইতালির মাত্তো মাতেরাৎজি, ব্রাজিলের রবের্তো কার্লোস, ইতালির দেলপিয়েরো-রা খেলে গেছেন। ওঁরা সবাই বিশ্ব কাপ জয়ী ফুটবলার। কিন্তু এসেছিলেন ফুটবলার জীবনের সায়াহ্ণে। সেই তুলনায় জনি কাউকো অনেক অনামী। কিন্তু তিনি আছেন ফুটবলার জীবনের মধ্যাহ্ণে। তাই কার্যকারিতায় তিনি এটিকে-তে অনেক বেশি সফল হতে পারেন। এটিকে তিন বার আই এস এল চ্যাম্পিয়ন হয়েছে। গত বার তারা রানার্স। এবার তারা এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য টিম করছে। তার উপর এ এফ সি কাপ আছে। তাই কাউকোর মতো প্লেয়ারকে এনে সঠিক পথেই এটিকে।