বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না শিল্পা শেট্টির। দিন কতক আগেই প্রাপ্ত বয়স্কদের ছবি বানানো এবং তার স্ট্রিমিং-এর অপরাধে গ্রেফতার হয়েছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি। ফের একবার আইনি জটিলতায় জড়িয়ে পড়ল কুন্দ্রা পরিবার।
শিল্পা এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন জনৈক ব্যবসায়ী। শিল্পা এবং রাজের থেকে ১.৫১ কোটি টাকার দাবি করেছেন ওই ব্যবসায়ী। তাঁর অভিযোগ নিজের ফিটনেস এন্টারপ্রাইজের জন্য সারা দেশের বহু বিনিয়োগকারীর থেকে মোটা অংকের টাকা নিয়েছেন শিল্পা এবং রাজ। টাকা ফেরৎ দেওয়ার সময়ে এসে গেলে টাকা তো তাঁরা ফেরত দেননি মোটেই উল্টে বিনিয়োগকারীদের রীতিমতো শাসিয়েছেন বলেই জানিয়েছেন অভিযোগকারী ।
রাজ জামিন পাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন শিল্পা- রাজ। একসঙ্গে সংবাদমাধ্যমের সামনেও দেখা যাচ্ছিল তাঁদের। ফের একবার নতুন আইনি জটিলতা কুন্দ্রা পরিবারকে কতোটা বেহাল করে তা অবশ্য সময়ই বলবে।