নদিয়া : রেলগেটের বেহাল দশা। মেরামতির নামে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে রেল গেটের সামনে। ফলে রেলগেট পারাপারে নিত্য সমস্যায় যাত্রীরা। রেল দফতরকে জানিয়েও মেলেনি সুরাহা। অবশেষে নদিয়ায় ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা।
নদিয়ার হবিবপুর রেল স্টেশনের ঘটনা। জানা যায়, হবিবপুর স্টেশন সংলগ্ন রাঘবপুর রেলগেটের কাছে দীর্ঘদিন ধরে রেললাইন সরানোর জন্য রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। শুধুমাত্র তাই নয়, ট্রেন চলে যাওয়ার পরও দীর্ঘক্ষণ গেট পড়ে থাকে বলে অভিযোগ। জনসাধারণের দাবি, কোনও বড় গাড়িই পারাপার হতে পারে না রেলগেটে। একাধিকবার রেল দফতরকে জানানো সত্ত্বেও কোনও উপায় বের হয়নি। যার জেরে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু হয়।
আরও পড়ুন : কিষেণজির দশম মৃত্যু বার্ষিকীর আগে জঙ্গলমহলে বিশেষ সতর্কতা
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন পূর্ব রেলের উচ্চপদস্থ অফিসারেরা। যত তাড়াতাড়ি সম্ভব রেলগেটের সম্প্রসারণ করা হবে সাধারণ মানুষের সুবিধার্থে। এমনটাই আশ্বাস দিয়েছেন রেল আধিকারিকরা। রেল কর্তাদের আশ্বাস পেয়েই বিক্ষোভ তোলেন তাঁরা। তবে, বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে যাতায়াতের সুব্যবস্থা করতে না পারলে আগামিদিনে ফের আন্দোলনের পথে নামবেন তারা।